দ্য হোয়াইট টাইগার : অরবিন্দ আডিগা অনুবাদক : মহসীন হাবীব The White Tiger: Aravind Adiga by Aravind Adiga, Mohshin Habib

দ্য হোয়াইট টাইগার : অরবিন্দ আডিগা অনুবাদক : মহসীন হাবীব The White Tiger: Aravind Adiga by Aravind Adiga, Mohshin Habib

নাম : দ্য হোয়াইট টাইগার 
লেখক : অরবিন্দ আডিগা 
অনুবাদক : মহসীন হাবীব 
প্রকাশনী : চারদিক 
ধরণ : প্রতারণামূলক উপন্যাস 
মূল্য : ৩০০ টাকা 
দেশ : বাংলাদেশ 

সম্প্রতি এই বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত একই নামে একটি সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছে। অভিনয়ে প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এর মতো কলাকুশলী আছেন। সমালোচক ও মুভিপ্রেমিদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। পেয়েছে একাধিক পুরুষ্কারের তালিকায় নমিনেশন। এই যদি হয় মুভির শান শওকত, না জানি ভিত্তিমূল বইটি কেমন!খোঁজ নিয়ে জানলাম বইটি অরবিন্দ আডিগারের প্রথম লিখিত উপন্যাস আর প্রথমেই বাজিমাত! জিতে নেয় ইউকের সর্বোচ্চ সাহিত্য পুরুষ্কার ৪০ তম ম্যান বুকার প্রাইজ। গতবছর ব্রিটিশ সংবাদপত্র The Independent উপন্যাসটিকে সেরা ১২ ভারতীয় উপন্যাসের মধ্যে অন্যতম হিসেবে তালিকাভুক্ত করে।

কাজেই বুঝতে পেরে গেছেন মুভি দেখার চেয়ে বই পড়ার জন্য বেশি আগ্রহী হয়ে গেছি।

উপন্যাসটি আমাদেরকে কেন্দ্রিয় চরিত্র বলরাম হালোয়াইয়ের অতীত-সম্বন্ধীয় ঘটনাবলীর মাধ্যমে অদ্য বিশ্বায়নের যুগে ভারতের শ্রেণিবৈষম্যের পরিপ্রেক্ষিতে অন্ধকারাচ্ছন্ন হাস্যরসাত্মক গল্প শোনাচ্ছে।

লক্ষ্মনগর গ্রামের এক দরিদ্র বাসিন্দা বিক্রম হালোয়াই। পেশায় রিকশাচালক। তার ছেলে তথা মূল চরিত্র বলরাম হালোয়াই স্কুল শিক্ষার্থী। কিন্তু তীব্র আর্থিক অনটনে বেচারাকে চায়ের দোকানে কাজ করতে হয়। থমকে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু বাস্তবিক শিক্ষা শুরু হয় তখনই। চোখ-কান সজাগ রেখে চারপাশে নানাজনের কাছ থেকে শুনতে থাকে নানা বাস্তবতার গল্প। এভাবে চলতে চলতে সে একসময় ড্রাইভিং শেখার মনস্থির করে। শিখেও ফেলে। ভাগ্যের কল্যাণ নাকি অন্যকিছু জানি না, সে এক বড়লোকের আন্ডারে ড্রাইভারির চাকরি পেয়ে যায়। যারা লক্ষ্মনগরের মস্তবড় জমিদার। মালিক খুবই ন্যায়বান। চাকরদেরকে মানুষ বলে ইনসাফ করেন। বলরামও দক্ষ শ্রমিক যে অন্যান্যদের টপকিয়ে মালিকের কাজকর্মের কারণে দিল্লিতেও গিয়েছিল কাজ করতে। সেখানে গিয়ে সে তার বাস্তব শিক্ষা থেকে আবিষ্কার করে একই জায়গায় অভস্থিত ভিন্ন দু'টি দিল্লিকে। একটি আলোকিত, আরেকটি অন্ধকারাচ্ছন্ন। গাড়ি চালানোর সুবাদে সে শহরের বহু দিক চিহ্নিত করে। তার চেতনায় একটা দর্শনচিন্তা মাথাচাড়া দেয়। চাকরি করতে দিল করে না। ইস্তফা নেয় সে। পরে কি সব যেন অদ্ভুত কর্মকান্ডে তার ভাগ্যের চাকা ঘুড়ে ওঠে তড়িৎগতিতে.....

রিভিউটি লিখেছেনঃ Afzal Munna

Post a Comment

0 Comments