উদাসী রাজকুমার - সুনীল গঙ্গোপাধ্যায় Udasi Rajkumar by Sunil Gangopadhyay

উদাসী রাজকুমার - সুনীল গঙ্গোপাধ্যায় Udasi Rajkumar by Sunil Gangopadhyay

উদাসী রাজকুমার 
সুনীল গঙ্গোপাধ্যায় 

কাহিনীঃ

-নীল গঙ্গোপাধ্যায় যেন এক অবাক সজাদুকর। সেরা জাদুকর যেমন এক মুহূর্তের জন্যও পলক ফেলার অবকাশ দেন না, প্রতিবারই চমকে দেন নতুনতর মায়াজালে, সুনীল গঙ্গোপাধ্যায়ও ঠিক সেভাবেই প্রতিবার ফিরে আসেন পাঠকের কাছে। তাঁর ঝুলি থেকে নতুন কী চমক বেরুবে, আগেভাগে তা আঁচ করার কোনও উপায় নেই।
যেমন, এই ‘উদাসী রাজকুমার'। এমন রুদ্ধশ্বাস নাটকীয় ঘটনা পরম্পরায় গাঁথা এই উপন্যাস যে, চোখ সরানো যায় না। রাজা, রানী, , রাজপুত্র, রাজপুরোহিত, বিদ্রোহ, ষড়যন্ত্র, হত্যা, কারাবাস, প্রতিহিংসা, প্রতিশোধ, বিচ্ছেদ, পুনর্মিলন—এই সব-কিছু একদিকে এ-কাহিনীকে করে তুলেছে চিরকালীন এক অপরূপকথা, অন্যদিকে শৌর্যে-সংকল্পে দৃঢ় অথচ বৈরাগ্যে অধীর এক রাজকুমার, ভগবান বুদ্ধের পবিত্র করস্পর্শ ও করুণাঘন বাণী এমনভাবে মিশে গেছে যে, এ-উপন্যাসকে মনে হয় নতুন কোনও জাতককাহিনী। দামী হিরের ভিতর থেকে যেমন ঠিকরে বেরোয় নানা রঙের আলো, ‘উদাসী রাজকুমার ও তেমনি নানান দিক থেকে তুলে ধরে নতুন নতুন মাত্রা ।

রিভিউঃ
আমার পড়া সবচেয়ে হৃদয় নাড়ানো বই। যদিও আমার খুব ছোট বেলায় এই বইটি পড়া, তারপরও এখনো আমার মনের বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে এই বইটি এবং এই বই এর প্রধান চরিত্র উদাসী রাজকুমার। আমি এই বইটি পরবর্তীতে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এই চরিত্রটা যেকোনো বয়সের মানুষের অন্তরে সাড়া জাগাতে অতুলনীয়। লেখক এর পড়া এই একটিমাত্র বই আমাকে লেখকের সম্পর্কে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আশা করবো বর্ণ পরিচয় গ্রুপ এ এই বইটি সামনে কোনো এক সময় আপলোড করা হবে এবং আপনারা সবাই পড়বেন। আশা করি নিরাশ হবেন না।

রিভিউটি লিখেছেনঃ Saiful Islam

Post a Comment

0 Comments