তীরন্দাজ - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Tirondaj by Shirshendu Mukhopadhyay

তীরন্দাজ - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Tirondaj by Shirshendu Mukhopadhyay

তীরন্দাজ 
শীর্ষেন্দু মুখোপাধ্যায় 
আনন্দ পাবলিশার্স 

শবরের আগের উপন্যাস (ঋণ) পড়ে খুব একটা ভালো না লাগায় এইবারে প্রত্যাশা কম ছিলো। অরিন্দম শীলের "তীরন্দাজ শবর'' আগেই দেখা থাকায় মূল গল্পের সাথে পরিচিত ছিলাম, যদিও সেটি গল্পপাঠে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রধান চরিত্রগুলির সাথে শবরের কথোপকথনের অংশগুলি বেশ আকর্ষণীয়, এবং ব্যক্তিগতভাবে আমি ভিক্টিমের চরিত্রায়ণের সাথে আগাথা ক্রিস্টির Murder On The Orient Express উপন্যাসের এডওয়ার্ড র‍্যাচেটের মিল পেয়েছি। সবমিলিয়ে বেশ উপভোগ্য উপন্যাস, অরিন্দম শীলের চলচ্চিত্রটি দেখা থাকলেও মূল গল্পটি পড়ে ভালো লাগবে।


রিভিউটি লিখেছেনঃ SHATADRU RAY

Post a Comment

0 Comments