Web series: Tehran (2 seasons)
Director: Daniel Syrkin
ইজরায়েলের স্পাই ওয়েব সিরিজ গুলো যেকোনো দিন হলিউড এর স্পাই ওয়েব সিরিজ গুলো কে দশ গোল দেবে। প্রথম দেখা ইসরায়েলী সিরিজ ছিল সাচা ব্যারন কোহেন এর "the spy"। তখন থেকে মুগ্ধতার শুরু। তারপর fauda, our boys হয়ে শেষে Tehran। তেহরান একটি পারফেক্ট স্পাই থ্রিলার। এখানে প্রটাগনিস্ট তামার রবিনিয়ান নামের মহিলা মোসাদ এজেন্ট। না মেল ডমিনেটিং স্পাই ওয়ার্ল্ড এর (যা আমাদের দেখানো হয়ে থাকে) মারমার কাটকাট অ্যাকশন, ফাইটিং সিকোয়েন্স এখানে পাবেন না। একেবারে যে অ্যাকশন নেই তা নয় তবে তা অন্য স্পাই মুভি সিরিজ এর কাছে কিছু না। তাহলে কেনো দেখবেন "তেহরান"!? স্টেরিওটাইপ স্পাই মুভি দেখতে যারা পছন্দ করেন তাদের এটা ভালো নাও লাগতে পারে কারন এখানে সেই সব মশলা নেই যেগুলো সাধারণত এধরনের মুভি সিরিজ এ থাকে। তার বদলে আছে স্পাই ওয়ার্ল্ড এর এক পুঙ্খানপুঙ্খ বর্ণনা। জানা যাবে গুপ্তচর, সিক্রেট এজেন্ট রা কীভাবে কাজ করেন। এজেন্ট, ডবল এজেন্ট, পড়শী দেশের ইন্টেলিজেন্স ইউনিট এর সঙ্গে টানাপোড়েন, কারোর মধ্যে সামান্য কিছু ভুল দেখলে তাকে এলিমিনেট করে দেওয়া, সব মিলিয়ে কে ভুল কে ঠিক, এই সাদা কালো বেছে নিতে পারবেন না। আর আছে অসাধারণ ডিটেলিং।
এবার আসি সিরিজের গল্প তে (অবশ্যই spoiler ছাড়া)। ইজরায়েল এর সিক্রেট ইন্টেলিজেন্স ইউনিট খবর পায় ইরান পরমাণু বোম বানাচ্ছে। উদ্বিগ্ন ইসরায়েল শত্রু দেশ ইরান এর এই প্রজেক্ট বরবাদের জন্য তাদের এজেন্ট তথা সিরিজ এর প্রটাগণিস্ট তামার রাবিনিয়ান কে পাঠায় ইজরায়েল। কম্পিউটার হ্যাকার তামার কে দায়িত্ত্ব দেওয়া হয় ইরানের air ডিফেন্স মেকানিজম নষ্ট করে দেওয়ার যাতে ইজরায়েল যখন পারমাণবিক কেন্দ্র গুলিতে বোমাবর্ষণ করবে তখন তারা কোনরকম বাধার সম্মুখীন না হয়। এদিকে ইরানে তখন ইসলামিক রেভোলুউশন পরবর্তী খোমাইনী র শাসন চলছে। ইরান বাসী যে খুব খুশী তা নয়, বরং অনেকেই তাদের মোসাদ এ যোগ দিয়েছে দেশ থেকে ইসলামী শাসন সরিয়ে গণতন্ত্র ফেরানোর জন্যে। মোসাদ তামার রবীনিয়ান কে ইরান পাঠিয়েছে কারণ তামার ইরানের স্থানীয় ভাষায় সাবলীল এবং "তামার" এর সঙ্গে ইরানের সম্পর্ক ও আছে একটি সেটা সিরিজ দেখলে জানা যাবে।এই অবস্থায় তামার রাবিনিয়ন ইরানে কীভাবে নিজের কার্যসিদ্ধির চেষ্টা করবে তা নিয়ে গল্প এগোতে থাকে। সিজন ১ এর শেষে আছে একটি দারুন টুইস্ট। সেখান থেকেই দ্বিতীয় সিজনের শুরু। দ্বিতীয় সিজন কিছুটা স্লো তবে এখানে খুব সুন্দর ভাবে স্পাই ওয়ার্ল্ড এর সমস্ত ডিটেলিং গুলো দেখিয়েছে। মূলত কীভাবে টার্গেট এর কাছে পৌঁছানো হচ্ছে সেটা এই সিজন এ আছে
উভয় সিজন জুড়ে তামার রবিনিয়ন এর চরিত্রে "Niv sultan" অসাধারণ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্র তে "তামার" এর বয়ফ্রেন্ড "Milad kahani" র চরিত্রে "Shervin Alenabi" এবং ইরানের ইন্টেলিজেন্স ইউনিট এর অফিসার "Faraz kamali" র চরিত্রে "Shaun Toub" অনবদ্য। আর দ্বিতীয় সিজন কে স্পেশাল করে তুলেছেন লোকাল মোসাদ এজেন্ট "Marjan Montajeri" র চরিত্রে Glenn Close"।
সবমিলিয়ে "এমি পুরস্কার" প্রাপ্ত এই সিরিজ টি একটি must watch যারা স্পাই মুভি সিরিজ পছন্দ করেন তাদের জন্যে। বাকিরাও দেখুন। কারণ এটির কোয়ালিটি অতি উচচমানের। দুটি সিজন আছে দেড় দিনে দেখা হয়ে যাবে।
IMDb rating: 7.5
Personal rating: 9
রিভিউটি লিখেছেনঃ জন স্নো
0 Comments
আপনার মতামত লিখুন।