টগর দিদি - সুকান্ত গঙ্গোপাধ্যায় Tagar Didi by Sukanta Gangopadhyay

টগর দিদি - সুকান্ত গঙ্গোপাধ্যায় Tagar Didi by Sukanta Gangopadhyay

 টগর দিদি 
লেখকঃ সুকান্ত গঙ্গোপাধ্যায় 


ছোটবেলায় ঘুম চোখে শোনা মহালয়ার সাথে আজকে সচেতন ভাবে শোনা মহালয়ার মধ্যে বিস্তর অনুভূতির ফারাক। কিন্তু কিছুটা হলেও সেই নস্টালজিয়াকে ফিরিয়ে দিল অক্টোবরের ৫ তারিখে প্রকাশিত আনন্দমেলার প্রচ্ছদ ও তাতে প্রকাশিত লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প "টগর দিদি"। 

প্রদীপের আলো আমাদের মনের অন্ধকার দূর করে, তাই আমরা প্রদীপের নিচের অন্ধকারে খুঁজতে যাই না কোনো দীর্ঘশ্বাসের গল্প, অবহেলা করি সলতে পাকানোর ইতিহাস। "টগর দিদি" আমাদের ভাবতে শেখায়, প্রতিমার হাসি মুখের পিছনে হয়ত থাকে তার সৃষ্টিকর্তার অপমান, থাকে অসহায়তা। 
গল্পটা পড়তে পড়তে অন্তুর সঙ্গে আমিও যেন চলে গেছিলাম প্রমথ জেঠুর "শিল্পালয়ে"। সাক্ষী রইলাম তাঁর অপারগতার, গলা বুজে আসা কষ্টের। লেখকের অন্যান্য গল্পের মতই, এই গল্পটিও আশার কথা শুনিয়ে যায় পরিসমাপ্তিতে। 
আসন্ন দুর্গাপুজোর পটভূমিতে লেখা এই ছোট গল্পটি শুধু কিশোরদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, নিঃসন্দেহে চিরস্থায়ী মন কেমনের ছাপ ফেলে যাবে আবালবৃদ্ধবনিতার মনে।

রিভিউটি লিখেছেনঃ Nandita

Post a Comment

0 Comments