সুলেমানি কিড়া (২০১৪) মুভি Sulemani Keeda (2014) Movie

সুলেমানি কিড়া (২০১৪) মুভি Sulemani Keeda (2014) Movie

সিনেমা: সুলেমানি কিড়া (২০১৪) 
পরিচালক: অমিত মাসুরকর 
IMDb: ৭.১/১০ (২০২০) 
আমার রেটিং : ৯/১০ 

'সুলেমানি কিড়া' র আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় 'crazy urge', কিন্তু বোম্বাইয়ের অলি গলির যে কোনো ছেলেকে জিজ্ঞেস করতে যান, তারা বলবে এটা তো তাদের লোকাল উপভাষার অঙ্গ, যায় ইংরেজি তরজমা করলে দাঁড়ায় 'Pain in the Ass' যা যথেষ্টই আপত্তিজনক বইকি! অমিত মাসুরকর এমনই ব্যক্তি, যিনি এই নামকরণের শব্দবন্ধের মাধ্যমেই জাহির করে দিয়েছেন তিনি সিনেমায় ঠিক কী দেখাতে চান। হ্যাঁ। Irony।

  বাকিটা ব্যক্তিগত এর মত মকুমেন্টারি স্টাইলে শুরু হওয়া এই  সিনেমাটিতে দুই বন্ধু ও রুমমেট দুলাল ও মৈনাক কে দেখানো হয় যারা সিনেমার কাহিনী লেখেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সমস্ত পরিচালকের কাছ থেকেই পত্রপাঠ বিদায় নিয়ে হয় তাদের। অতঃপর লাইব্রেরীর আনাচে কানাচে, ঘরোয়া পার্টির অলিতে গলিতে মেয়ে পটানোর চেষ্টা - কখনো সমস্যা থেকে পালিয়ে গিয়ে, কখনও ব্যর্থতাকে চুম্বন করে দিন কাটানোর, স্ট্রাগল করার দুঃখবিলাসিতা নিয়ে গল্প এগোতে থাকে। দেখানো হয় দ্বিতীয় শ্রেণীর সিনেমার প্রযোজক বড়লোক কোনও এক 'কাপুর' সন্তান, যিনি আবার যৌনতা - ডার্ক কমেডি - তারকভস্কি সব গুলে খেয়েছেন এবং এমন এক রাশিয়ান অনুপ্রাণিত সিনেমা বানাতে চান যেখানে গল্পই নেই। বলা বাহুল্য অমিত মাসুরকর এই চরিত্রটির ও তার বাবার চরিত্রটির মাধ্যমে তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত ভঙ্গিতেই সারকাজম করেছেন পুরো ইন্ডাস্ট্রির উপর। এছাড়াও আছেন রুমা নামের চরিত্রটি দুলালের ক্রাশ, যিনি তাকে বেশ কিছু লাইফ লেসন দিয়ে যান শেষ অব্দি। 

অভিনয়ে মুগ্ধ করেছেন tvf এর বিখ্যাত মুখ নভিন কস্তুরিয়া। এছাড়াও মায়াঙ্ক তিওয়ারি, অদিতি বাসুদেব, করণ মির্চন্দানি প্রত্যেকেই খুব ভালো করেছেন। ছবির আবহ, সঙ্গীত বাস্তবধর্মী।
কমেডির মোড়কে স্বল্প বাজেটে তৈরি এই সিনেমার নেগেটিভ ও পজেটিভ পয়েন্ট একটাই - ছবির খুবই বুদ্ধিদীপ্ত পরিবেশন ও ক্যাসুয়াল অ্যাপ্রোচ।

রিভিউটি লিখেছেনঃ Chocolate Boy

Post a Comment

0 Comments