শ্রীকান্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
⭐⭐⭐⭐⭐
ছোটবেলায় স্কুলের বইতে ছিল শ্রীনাথ বহুরূপী। শ্রীকান্তের প্রথম পর্ব থেকে নেওয়া ছোট গল্পটি। খুবই ভালো লেগেছিলো শ্রীকান্ত ও ইন্দ্রের কান্ডকারখানা। তখন স্থির করলাম যে এই উপন্যাসটা আগাগোড়া পড়তেই হবে।
উপন্যাসটা শরৎচন্দ্রের নিজের জীবনের অনেক ঘটনা দিয়ে সাজানো। প্রথম পর্বে আমরা দেখি কিভাবে ইন্দ্রের সাহস ও মমতা শ্রীকান্তকে প্রভাবিত করেছিল।
ইন্দ্রের সূত্রে শ্রীকান্তের পরিচয় হয় অন্নদা দিদির সাথে, এবং সেই দিদি তাঁর জীবনে সারাজীবনের জন্য একটা গভীর প্রভাব রেখে গেছে। সমস্ত সংস্কার ঠেলে তার স্বামীকে মনে-প্রাণে ভালোবেসেছেন। তাঁকে সাহায্য করার জন্যে সব অপবাদ মাথায় করে শ্রীকান্ত অসময়ে ঘর ছেড়েছে। সেই থেকে শুরু হয় শ্রীকান্তের বাধা-বন্ধনহীন ভবঘুরে জীবন।
ভ্রমণের সময় শ্রীকান্তের সাথে দেখা হয় বাল্যকালের প্রণয়ী রাজলক্ষী বা পিয়ারী বাইজির সাথে। ধীরে ধীরে তার জীবনে আসে অভয়া, পুটু, কমললতা এবং অন্যান্য শক্তিশালী নারী চরিত্র। তাদের সাথে সমাজের সংঘাত, সংস্কার ও কুসংস্কার নিয়ে এক অসাধারণ কাহিনী ফুটিযে তুলেছেন লেখক।
শ্রীকান্ত টিভি সিরিজের রিভিউ। রিভিউটি লিখেছেন নন্দিনী বিশ্বাস
Series name: srikanto
Year: 2022
Language: bengali
Cast: sohini, rishav, madhumita, sani ghose roy etc.
OTT: hoichoi
শরৎচন্দ্রের শ্রীকান্তর সাথে মিল বলতে শুধু শ্রীকান্ত, রাজলক্ষী, ইন্দ্র, অভয়া চরিত্র গুলির, শ্রীকান্তের সাথে রাজলক্ষীর ছোট বেলায় আলাপ আর বড় হয়ে দেখা হওয়া, আর রাজলক্ষীর পেশা কাছাকাছি। পিয়ারীর জায়গায় পিয়ালি। আর শ্রীকান্তর পালানোর স্বভাব এবং বার্মার বদলে পন্ডিচেরি। যাই হোক আর বেশি মিল খুঁজতে যাওয়া বোকামি, এর থেকে রাজলক্ষী ও শ্রীকান্ততে মিল একটু বেশি ছিল। এসব বাদ দিলে গল্পটা মোটের উপর খারাপ না। ছোটবেলার নস্টালজিয়া গুলো ফিরে এসেছে, সেইভাবে কালারিং, আর শেষে পন্ডিচেরির লোকেশন, সিনেমাটোগ্রাফিও ভালো, musical সিরিজ হিসেবেও ভালো, পুরোটাই গানে ভর্তি। আর hoichoi অন্য সিরিজগুলোর মতো এখানে পার্ট করে দেয়নি, পুরোটাই দিয়েছে এটা ভালো। এন্ডিংও আলাদা। অভয়া চরিত্রটি অতি ন্যাকা, এখনও বুঝলাম না রাজলক্ষী বিয়ে কেন করেছিল। যাই হোক hoichoi এর বাকি সিরিজগুলোর থেকে ভালো, একটু আলাদা, দেখা যেতেই পারে। সময়ের সাথে মানিয়ে ভালোই করেছে। অভিনয় যারা আছে তারা ভালোই করে, ছোট শ্রীকান্তটাকে যদিও তত ভালো লাগেনি। ইন্দ্র কম জায়গাতেই নজরকাড়া। যদিও গল্প ভালো হলেও কিছু জায়গা ন্যাকা ন্যাকা লেগেছে।
0 Comments
আপনার মতামত লিখুন।