রামেশ্বরপুরের রহস্য
পারমিতা ঘোষ
ছোট একটি কিশোর রহস্য গল্প। অনেক আশা নিয়ে শুরু করেছিলাম পড়া, রহস্যের চেয়েও খাওয়া দাওয়া, অহেতুক দৈনন্দিন কথায় পরিপূর্ণ গল্প। ক্লাইম্যাক্স ও খুব সাদামাটা।
গল্পের বিষয়বস্তু- দুই বন্ধু সোহম আর দীপাঞ্জন বেড়াতে যায় দীপাঞ্জন এর মাসির বাড়ি, সোহমের গোয়েন্দা হওয়ার ইচ্ছা। মাসির বাড়ি এক দুর্মূল্য অ্যান্টিক ভ্যালু যুক্ত ছবি চুরি যায় যার তদন্ত করতে বলেন দীপাঞ্জন এর মেসো সোহমকে ও তারপর কীভাবে অপরাধী চিহ্নিত করা হয়।
0 Comments
আপনার মতামত লিখুন।