রহস্য সমগ্র - অজেয় রায় rahassa Samagra by Ajeo Ray

রহস্য সমগ্র - অজেয় রায় rahassa Samagra by Ajeo Ray

রহস্য সমগ্র
অজেয় রায়

বেশ থ্রিলিং সাসপেন্স collection লাগল।  Lots of varieties story suspense collection achhe and various tastes. তবে ব্যোমকেশ ফেলুদার সমসাময়িক হয়নি আর করাও যায়না। যাই হোক আমার ভালো লেগেছে তার লেখা। তার মধ্যে প্রথম তিনটি গল্পো ভালো লাগলো operation black squad, monger chuni and chaudhuribarir guptodhon। আশা রাখি ajeyo বাবু র কাছ থেকে আর লেখা পাবো পড়ার। 
Rating: ৬.৮/১০

রিভিউটি লিখেছেনঃ Giant Snake Python

পাঠ প্রতিক্রিয়া 
রহস্য সমগ্র by অজেয় রায়

বাংলা সাহিত্যের ইতিহাসে রহস্য গল্পের আলাদা ইতিহাস আছে।
বলতে গেলে রহস্যের গল্পের স্থান সবার উপরে । আমরা সবাই রহস্য গল্প পড়তে খুব ভালোবাসি। রহস্য আমাদের রক্তের মধ্যে লুকিয়ে আছে।রহস্য গল্পের ব্যাপারে বাংলা সাহিত্যে যাদের নামে খুব উপরের দিকে তাদের মধ্যে অজেয় রায় নাম উপরের দিকে থাকবে।
এবার আসা যাক বুক টির ব্যাপারে
এই বুক টি তে মোট ১৯ টি গল্প , বড় গল্প, আর উপন্যাস আছে যে গুলো একবার পাঠ করলে শেষ না করার কোনো উপায় নাই।লেখক অজেয় রায় এই ব্যাপারে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছে। তার রহস্য গল্প উপন্যাস পাঠ করলে শেষ না করে কোনো উপায় থাকে না।
বই টির প্রথম গল্প অপারেশন ব্ল্যাক স্কোয়াড এক কথায় দুর্দান্ত। একটি রাজনৈতিক প্লট ও রোবট নিয়ে একটি অনবদ্য মার্ডার মিস্ত্রি লেখক তৈরি করেছেন। তার পরের গল্প মঙের চুনি
একটি বয়স্ক ব্যাক্তি নিয়ে লেখা যে খনি তে কাজ করতে গিয়ে একটা দামী রত্ন পায় আর সেটা নিয়ে গল্পের দুর্দান্ত প্লট।
তার পরের গল্প বাতিঘরের বিভীষিকা
একটি বিজ্ঞানী একটি জায়গায় যায় রহস্যে সন্ধানে সেখানে গল্পের শেষে সে জানতে পারে এক প্রাগৈতিহাসিক প্রাণী তার জুটি কে খুজে বেড়াচ্ছে টা নিয়ে দুর্দান্ত প্লট।
এই রকম এক এক করে কিছু দারুন রহস্য গল্প লেখক লিখেছেন এই বইটা।
সব রহস্য গল্প গুলো সুখপাঠ্য। তবে আলাদা করে বলতে গেলে আমার ডাক্তার কুঠি, খুনে বৈজ্ঞানিক অন্ত্রধান রহস্য, প্রতিশোধ, মরণের মুখে, কেদার বাবার রহস্য সন্ধান। এই গল্প উপন্যাস গুলো আলাদা করে উল্লেখ্যযোগ্য।
টোটাল ৩৬০ পেজ এর এই বই একবার পড়া শুরু করলে শেষ না করে ছাড়তে মন চাইবে না

তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ রইলো সবাই আপনারা একবার হলে ও এই বুক টি পড়ে দেখুন আশাকরি নিরাশ হবেন না।
রেটিং _ আমি বুক টি কে ১০ এর মধ্যে ৯ রেটিং পয়েন্ট দোবো

রিভিউটি লিখেছেনঃ Bong bookish Priya 📓📚📒

Post a Comment

0 Comments