প্রাণের পরে - বিনোদ ঘোষাল Praner Pore by Binod Ghoshal

প্রাণের পরে - বিনোদ ঘোষাল Praner Pore by Binod Ghoshal

বইয়ের নাম - প্রাণের পরে 
লেখক - বিনোদ ঘোষাল 

প্রাকৃতিক পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলনে কয়েকটি সাধারণ ছেলে কিভাবে প্রাণপাত করে মৃত্যুমুখে নিজেদের কে বিলিয়ে দিলো তার ই কাহিনীর এই উপন্যাস এ কথিত আছে।

আর আছে মৌলী যে মুকুট কে ভালোবাসে। কিন্তু মৌলির একটা কঠিন অসুখ আছে।সে জানে না সে বাঁচবে কি না। ঘটনা পরম্পরায় আরও অনেক চরিত্র এসেছে। এই উপন্যাস টি পড়তে ভালোই লাগবে।

Post a Comment

0 Comments