পঞ্চতন্ত্র ( পন্ডিত বিষ্ণুশর্মা)
অতি প্রাচীনকালে ভারতবর্ষের এক রাজ্য ছিল মিহিলারোপ্য। সেই রাজ্যের রাজা অমরশক্তি একজন সুশাসক বলে পরিচিত ছিলেন। কালক্রমে রাজার তিনটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন- বহুশক্তি, উগ্রশক্তি ও অনন্তশক্তি। কিন্তু দুঃখের বিষয় রাজকুমারগণ কেবল খেলাধূলা করতেন, বিদ্যার্জন বা শাস্ত্রানুকূল আচার আচরণের প্রয়োজন বুঝতেন না। চিন্তিত রাজা অমরশক্তি তাঁর মন্ত্রীদের পরামর্শে পন্ডিত বিষ্ণুশর্মার নিকট বিদ্যালাভের জন্য নিজ পুত্রদের প্রেরণ করেন। বিষ্ণুশর্মা সহজ গল্পের মাধ্যমে রাজপুত্রদের নীতিজ্ঞান প্রদান করেন। গল্পগুলি প্রাচীন গ্রিসের ঈশপের কথামালার মতোই 'ফেবল' (fable) জাতীয় যেখানে বিভিন্ন পশুপাখির মধ্যে মানবিক গুণ বা দোষ আরোপ করে নীতিকথা শেখানো হয়েছে। পঞ্চতন্ত্রের প্রধান পাঁচটি ভাগ- মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, শব্দপ্রণাশ ও অপরীক্ষিত। কথিত আছে এই গল্পগুলির মাধ্যমে রাজকুমারগণ মাত্র ছয় মাসে কৃতবিদ্য হন।
এই বইয়ের কোনও রেটিং সম্ভব নয়, তবুও 10/10।
0 Comments
আপনার মতামত লিখুন।