অপরাধ ও পুলিশ - দেবকুমার গঙ্গোপাধ্যায় Oporadh O Police by Debkumar Gangopadhyay

অপরাধ ও পুলিশ - দেবকুমার গঙ্গোপাধ্যায় Oporadh O Police by Debkumar Gangopadhyay

অপরাধ ও পুলিশ
দেজ পাবলিশিং
দেবকুমার গঙ্গোপাধ্যায়

দেবকুমার গঙ্গোপাধ্যায়ের অপরাধ ও পুলিশ চতুর্থতম গল্পগ্রন্থটি, প্রকৃতই গল্প হলেও সত্যি। সেই সত্যের কথা বর্ণনা করতে কোনো ভান নেই তাঁর। পুলিশজীবনের অভিজ্ঞতা সম্মত এই সত্যিকাহিনির ভেতর গল্পের মতো স্বতই তার ঘটনাবলি। গল্পগুলির কেন্দ্রে তিনি থেকেছেন। আর কিছু পুলিশ অফিসার ও অপরাধীও স্বাভাবিকভাবে এসেছে। কোনো কল্পনার আশ্রয় নেওয়া হয়নি। গল্পের আঙ্গিকে লেখা সেইসব সত্যিকথন পাঠকদের আকর্ষণ করবে এই বইটিতে। ভন্ড নেতা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের মতো চরিত্র গল্পে প্রধান চরিত্র বিশেষ এসেছে। এসেছে খুন রাহাজানি, ইভটিজিং, চোলাই মদের ঠেক। পুলিশজীবনের নিষ্ঠুর বাস্তবতা এই সংকলনের গল্পের ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে। অনেক অজানা ঘটনার সন্ধান দিয়েছেন তিনি। পাঠকরা এই বই অবশ্যই এক নিশ্বাসে পড়বেন আশা করি। এ এক আশ্চর্য স্মৃতিকথাও। যা বার বার পড়তে হবে।

রিভিউটি লিখেছেনঃ Rayan

Post a Comment

0 Comments