সিনেমা: ওম দরবদর ( OM DAR B DAR ) (১৯৮৮)
পরিচালক: কমল স্বরূপ
IMDb: ৭.১/১০ (৪৪৩)
IMDb তে ৪৪৩ খানা ভোট দেখেই অনুমেয় যে আমাদের দেশে প্যারালাল সিনেমা একদমই পৃষ্টপোষকতা পায় না। তবুও আমাদের মত কিছু দর্শক, যারা স্রোতের প্রতিকূলে বানানো ছবি দেখতে ভালোবাসেন, তাদের জন্য আশার কথা যে বিদেশের মতো আমাদের দেশেও absurd movie বানানো হয়েছে এবং খুব ভালোভাবেই হয়েছে। তারই অন্যতম উদাহরণ এই ছবি। Waiting for Godot জাতীয় বই ও দ্য লবস্টার জাতীয় সিনেমা আপনার ভালোলাগার বিষয়ের অন্তর্ভুক্ত হলে এই ছবিও আপনার জন্যই।
Absurd movie এর ক্ষেত্রে গল্পের সারাংশ বলা বৃথা; তবুও বলা যায় ছবিটি এমন এক দুনিয়ায় (ভৌগোলিক ভাবে রাজস্থানের আজমের ও পুষ্কর) যেখানে ভগবান মৃত। ওম নামের কিশোর ছেলেটি পড়তে পড়তে ব্যাঙের কথা ভাবে (ব্যাঙ = মেটামরফসিস), বেশ কিছু উদ্ভট কুসংস্কার পোষণ করে, আবার যাদুবিদ্যা ও ধর্মীয় বিষয়ের প্রতি উৎসাহ দেখায়। তার পরিবার বড়ই অদ্ভুত - দিদি একজন ফুটো মাস্তান টাইপের ছেলের সাথে ফ্লার্ট করে, যে আবার সব সময় সাইকেল চালায়। ওমের বাবা সরকারি চাকরি ছেড়ে দেয় শুধুমাত্র অব্যর্থ জ্যোতিষী হবার জন্য। পুরো সিনেমার মুড ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। কখনও মনে হবে কমেডি, আবার কখনও থ্রিলার।
NFDC প্রযোজিত এই ছবি খুব সুক্ষভাবে ধর্ম, বিজ্ঞান, দর্শন, রাজনীতি আর পুরাণ এর প্রতি স্যাটায়ার করে। ডায়লগ এমনভাবে লেখা যে প্রতিটি কথার একাধিক অর্থ থাকে। আর পরিচালক সম্ভবত খুব সতর্কভাবেই এর ব্যবহার করেছেন - কিছুটা দর্শককে চমক দিতে, আবার কিছুটা তাদের ভ্যাবাচ্যাকা খাইয়ে দিতে। এই সিনেমা তার সময়ের থেকে কমপক্ষে চল্লিশ বছর আগে বেরিয়ে পড়েছে।
উক্ত শ্রেণীর দর্শকের মধ্যে পড়লে তবেই সিনেমাটি দেখুন, এবং প্রথমবার দেখে আমার মতোই অর্ধেকও বুঝতে না পারলে একাধিকবার দেখুন।
রিভিউটি লিখেছেনঃ চকলেট বয়
0 Comments
আপনার মতামত লিখুন।