শেষ করলাম নির্বাসন!! নাকি বলা ভালো মায়ার জালে আরো অনেক বেশি জড়িয়ে গেলাম..যে মায়া আমাদের জীবন কে জীবনের প্রতিটা পদক্ষেপ কে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে পরম স্নেহে..পরম মমতায়। চুপচাপ নিজেই এক নির্বাসনের ঘোরে আছি। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে... নির্বাসন এক ঘোরের নাম..❤️জীবনের নাম..❤️ভালোবাসার নাম..❤️জীবন আবেগের নাম...আর আবেগ ভালোবাসার...❤️আপাতত বুঁদ হয়ে আছি জোহরা মনসুর কণা হানিফ মঞ্জু দের ভিড়ে..আছি লস্করের চরে... নবীগঞ্জে..গোপালপুরে..আছি আজাহার খন্দকার..দেলোয়ার হোসেনের স্নেহের ছায়ায়...।।সত্যি অনিশ্চিত অপেক্ষা ভয়ঙ্কর আর কিছুই নেই।। কণার ভালোবাসা যেমন চোখে জল এনে দেয় ঠিক তেমনি জোহরা বাঁচতে শেখায়।শেখায় জীবনবোধ।।এই কাহিনীর প্রতিটা ভাগে এঁকে দেওয়া আছে স্নেহ,রাগ,অভিমান,মায়া, দুঃখ, ভালোবাসা...আছে এক আগুন..এক ঝড়.. সাথে আছে সেই আগুনের ই শান্তির প্রলেপ।। উপন্যাসের প্রতিটা লাইন হৃদয়ের অন্তঃস্থলে এসে ধাক্কা দেয় আর আমাদের নিয়ে চলে যায় নিজেদের জীবনে..একান্তই নিজের অনুভূতির জগতে.. যা খুঁচিয়ে বের করে আনে কিছু ভুলে যাওয়া অনুভূতি..কিছু না পাওয়া ভালোলাগা..আর কিছু মন খারাপ করে দেয়া ভালোবাসার স্মৃতি..এটাই তো জীবন। এই গল্প প্রেমে পড়তে বাধ্য করে নীরবতার,নিস্তব্ধতার,অসহায়তার, নিঃসঙ্গতার। নীরবতা অনুভব করতে শেখায় নিস্তব্ধ রাতে। এই গল্প কাঁদায়..ভালোবাসতে শেখায়..ঠিক পরমুহূর্তেই কণার ভালোবাসা.. জোহরার হাসি নিয়ে যায় অন্য জগতে। পাঠকদেরকে ভাবনায় বিমোহিত করে রাখে..স্বপ্ন বাস্তব সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়.. কত সহজ সরল বর্ণনায় এগিয়ে চলে কাহিনীর গতি..বিস্তৃতি..যা আমাদের এক অন্য জগতে বিচরণ করতে বাধ্য করায়...তীব্র আঘাত হানে আমাদের জীবনে। চরিত্র গুলির আশা- আকাঙ্খা, হাসি -কান্না,স্বপ্ন-স্বপ্নভঙ্গের যন্ত্রনা,পরিস্থিতির সাথে নিজের আবেগ অনুভূতির এক শৃঙ্খলাবদ্ধ অনুপাত আমাদের নিজেদের জীবনের ক্ষত গুলোকে মনে করায়। যখন চরিত্রগুলির অনুভূতিরা নিঃসঙ্গতা অনুভব করে ঠিক তখন ই পাঠকের মনের অনুভূতি গুলো এক ময়ূরপঙ্খী ডানায় ভর করে এক অপূর্ব স্বাধীনতার জগতে বিচরণ করে।। প্রতিটি প্রেক্ষাপট..imagery.. কিছু অসম্ভব সুন্দর লাইনের মধ্যে ঢেলে দেয়া আছে ভালোবাসা..আর আছে অদ্ভুত এক টানের শিকড়..যেখানে জীবন প্রকৃত অর্থেই এক "মায়াময় বৃক্ষ"।।।
ভাইয়ার লেখার সাথে এই আমার প্রথম পরিচয়।।এ এক অদ্ভুত ঘোরে বেঁধে দিলেন ভাইয়া ।।❤️শুধু সব শেষে কিছু লাইন উল্লেখ করার লোভ সামলাতে পারছিনা ... আমি চাই সবার মাঝেই এই দুঃখ দুঃখ ভালোলাগার রেশ টুকু থেকে যাক..
❤️"জীবন আশ্চর্যরকম অনিশ্চিত। মানুষ কী ভীষণ অসহায় সেখানে। এখানে নাটকের লিখে রাখা পান্ডুলিপিও মঞ্চস্হ হওয়ার ঠিক আগ মুহূর্তে বদলে যেতে পারে। হয়ে যায় অচেনা অন্য কোনো গল্প। সেই গল্পে মানিয়ে নিতে হয় মানুষকে"।
❤️'মানুষের গভীরতম কান্না আর গভীরতম প্রার্থনা হয় একা, নিঃশব্দে, গোপনে"।
❤️"পৃথিবীতে সবারই একটা নিজের মানুষ থাকে। নিজের একটা জায়গা থাকে। সবচেয়ে শক্ত, কঠিন যে মানুষটা,তারও। সে চায় সেই জায়গাটাতে গিয়ে সে তার কঠিন আবরণটা খুলে নিরাভারণ হয়ে যেতে। ভানহীন, শিশুর মতো..."
❤️"এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীরতম সত্যি হলো অন্ধকার"
❤️" মায়া বড় ভয়নক জাল।এই জালে একবার কেউ আটকে গেলে তার পুরোটা জীবন কেটে যায় সেই জাল ছিন্ন করতে।কিন্তু দিনের শেষে দেখা যায় সেই জলে মানুষ আবারই জড়িয়ে পড়ছে । আর কখনোই বের হতে পারেনা সে।কিংবা বের হতে চাওয়ার ভান করলেও ভেতরে ভেতরে হয়ত আর বের হতে চায় ও না।"
সবশেষে বলি আমি কোনো রিভিউ লিখিনি। লিখতে জানিও না। অনুভূতির প্রকাশ ঘটিয়েছি মাত্র।। হাসিখুশি প্রাণোচ্ছল মানুষটার সাথে কোলকাতা বইমেলায় দেখা করেই বুঝেছিলাম মানুষ টার মধ্যে এমন কিছু আছে যা শুধুই মায়ায় বেঁধে রাখে। কত সহজে আপন করে নিতে পারে সবাইকে। সত্যি আমি ধন্য।আজ আবারও মায়ায় বাঁধা পড়লাম। তোমার জন্যে এক আকাশ ভালোবাসা সাদাত ভাইয়া...❤️
"মনে রেখো, দহনের দিনেও যে ছায়া হয়ে থাকে,
ছুঁয়ে দিও তাকে,
যে হয়েছিল ভোর,অথৈ আদর,নামহীন নদী,
একা লাগে যদি,
মনে রেখো তাকে"।❤️
0 Comments
আপনার মতামত লিখুন।