বই: নির্বাচিত ভূতের গল্প
লেখক: হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের ভৌতিক গল্পসংগ্রহ থেকে ‘পাথর’ গল্পটা পড়লাম। কিচ্ছু করার নেই, বলতে বাধ্য হচ্ছি ইনি হলেন বিংশ শতকের অন্যতম সেরা লেখক। কী ভাষায়, কী বিষয়বস্তুর আধুনিকতায়, কী সাহসিকতায় এঁর লেখার সঙ্গে তুলনীয় লেখা খুঁজে পাওয়া ভার। আজ অবধি হুআ পড়িনি বলে আফসোস হচ্ছে। আবার ভাবছি হয়তো ঠিকই আছে, এই বয়সটারই দরকার ছিল। পশ্চিমবঙ্গের লেখকদের লেখাপত্তর মেকি আর ছেলেমানুষি ঠেকছে ওঁর লেখার পাশে। পাথর গল্পে দেখানো হয়েছে একটি কমবয়সি মেয়ে প্রেমে পড়েছে এক বাপের বয়সি বয়স্ক লোকের। যেভাবে সম্পর্কটার সূক্ষ্ম ভাঁজগুলি খুলে দেখানো হয়েছে তাতে আমি অভিভূত। অনাবশ্যক ও অবাস্তব যৌনতাকে জোর করে গল্পে টেনে আনা হয়নি। এমন সম্পর্ক পার্থিবতেও শীর্ষেন্দু দেখিয়েছেন, কিন্তু পৃথিবী নিয়ে কিছু সর্বজনজ্ঞাত জ্ঞান ছাড়া তাতে সম্পর্কটার বিশেষ ছবি কিছু পাইনি।
রিভিউটি লিখেছেনঃ nirjon sen
0 Comments
আপনার মতামত লিখুন।