মৌচাক by Hoichoi
প্রথমেই বলি, এটা কিন্তু সেক্স কমেডি নয়। হইচইয়ের অন্য বৌদি সিরিজ়ের সাথে গুলিয়ে ফেললে হবে না। যদিও দুপুর ঠাকুরপো সিজ়িন ওয়ানটা খুব বাজে ছিল, না ছিল সেক্স না কমেডি। এটা প্রধানত কমেডি, একটা কী হয় কী হয় টাইপ ব্যাপার, তার সাথে মার্ডার। বৌদিবাজিটা নেহাত গল্পের প্রয়োজনেই এসেছে, তাও মাত্র প্রথম এপিসোডে। তাই এখানে সে*ক্সু*য়াল জিনিস এক্সপেক্ট করলে হতাশই হতে হবে। প্রিয়দর্শনের সিনেমাগুলোর আমেজ রয়েছে। ভালো কমেডি আছে। টানটান ব্যাপার গোটা সিরিজ় জুড়ে। লাস্ট এপিসোডটা তো ফাটাফাটি।
গল্পতো ট্রেলারেই মোটামুটি বলা আছে। এক সুন্দরী বৌদি যাকে পাড়ার সব ছেলেরাই লাইন মারে, তার বাড়িতে হঠাৎ একজন খুন হল অনিচ্ছাকৃতভাবে। আর আছে দের কোটি টাকার লটারির টিকিট, যেটা ফাইনালি কে পাবে, তা নিয়েই বাকি কাহিনী। বৌদির রোলে মনামি ঘোষ খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর অভিনয় করেছে। সায়ন্তন ঘোষালের ভালো ডিরেক্সান। এন্টারটেইনিং, আর মস্তিতে ভরপুর। তবে যাদের ছ্যাবলামি একদমই পোষায় না তাদের এই সিরিজ় ভালো নাও লাগতে পারে। বাকিদের জন্য হাইলি রেকমেন্ডেড। এটার কিন্তু পরের সিজিনও আসবে বলে খবর।
রিভিউটি লিখেছেনঃ The Nuclear Engineer
0 Comments
আপনার মতামত লিখুন।