মন্টুর মাস্টার
লেখক - শিবরাম চক্রবর্তী
পাঠ - নটে গাছতলার গল্প
সানডে সাসপেন্স তো প্রায় সবাই শুনেছেন। আজকে নটে গাছতলার গল্পের চ্যানেলে শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার শুনে বেশ ভালো লাগলো। ভারী সুন্দর পাঠ করেছে।
গল্পের মুখ্য চরিত্র এক দস্যি ছেলে - মন্টু। তাকে পড়াতে এসে সব শিক্ষক কয়েকদিনের মধ্যেই পালিয়ে বাঁচে। কারণ আর কিছুই না, শিক্ষকের বিছানার মধ্যে লুকিয়ে আছে হাজারে হাজারে, কাতারে কাতারে ছারপোকা। সেই ছারপোকার ভয়ে সব শিক্ষক তল্লাট পালায়, মাস শেষ না করেই, মাইনে না নিয়েই।
এক নতুন শিক্ষক কেমন করে সেই ছারপোকা বাহিনীর সাথে যুদ্ধ জয় করলো, তাই নিয়েই এই গল্প।
শিবরামের সব গল্পের মত এতেও রয়েছে অঢেল হাস্যরস। হাসতে থাকুন, পরমায়ু বাড়বে।
আমার কথা ফুরোলো,
নটে গাছটি মুড়োলো।
রিভিউটি লিখেছেনঃ Sourav Kundu
0 Comments
আপনার মতামত লিখুন।