মাইকেলের মা - সৌরভ মুখোপাধ্যায়
Micheler Maa by Sourav Mukhopadhyay
একটা ছোটো ভূতের গল্প পড়লাম আজ। লেখাটি সুখী গৃহকোণ মে মাস ২০২২ সংখ্যায় প্রকাশিত। গল্পটা ভালো লাগলো তবে দারুন বলবনা। সৌরভ এর লেখা তাও ভূতের গল্প এই প্রথম পড়লাম। বাচ্চা ভুত কে নিয়ে গল্প। গল্প শুরু সীমা ও বিগ্নেশ কে নিয়ে। তারা দুইজনেই উঠতি প্রেমিক ও পরস্পর কে বেশ ভালোবাসে। দুইজনের মধ্যে সীমা পুলিশ এ চাকরি আর বিগ্নেষ চাকরি পাবেই শুধু ম্যানেজমেন্ট ডিগ্রী পাওয়া বাকি। দুইজনেই বিয়ে করবে ইচ্ছে আছে করবে শিগগির দেরি করতে চায়না। সীমা ভীষণ ভূতের মুভি র ফ্যান। সীমা ও বিগ্নেশ দুইজনেই খুব ভূতের সিনেমা দেখে আর বিগ্নেশ তাকে খেপায়। বেশ আনন্দে কাটছে দিনগুলো। কিন্তু একদিন হটাত সীমার বাড়ি ফেরার পথে একটা chirstian family সাথে দেখা হলে যায় এবং জিজ্ঞেস করে কথা থেকে আসছে তারা বিপাকে।পরে যায় বলতে পারেনা এবং শেষমেশ সীমা নিরুপায় হওয়ে তাদের rental house থাকতে দ্যায় কিন্তু বিপত্তি ঘটে সকালে উঠে যখন দ্যাখে তাদের বাচ্চাকে ফেলে আগন্তুক পরিবার টি পালিয়েছে।বাচ্চা টাকে দেখবার জন্য দরওয়ান কে বলে বেরোয় তাদের খুঁজে বার করবে ও তাদের বাচ্চা ফেরত দেবে।
তারপর থানায় গিয়ে থানার অফিসার লাগিয়ে তাদের খুঁজে বার করে থানায় নিয়াসে। এবং কঠিন জেরা পর জানতে পরে ভদ্রলোকের স্ত্রী অক্ষম এবং উনি তান্ত্রিকের কথা মতন তাদের গ্রামে একটি মরা বাচ্চা নিয়ে যাবেন টাও ২৪ ঘণ্টার মধ্যে এবং সেই বাচ্চা কে উনি তন্ত্রমতে জ্যান্ত করে তুলবেন কিন্তু রাস্তায় সীমার সাথে দেখা ও গাড়িতে উঠে তার আস্তানায় যাওয়া প্ল্যান টা ভেস্তে যায় তাই তারা কাকভোরে মরা বাচ্চা টা নিয়ে নদীর ধারে মরা বাচ্চা টা ভাসিয়ে দ্যান। বাচ্চা টা যেহেতু মরা ছিল এবং নাম জানাছিল না। তাড়াতাড়িতে সীমাকে michel নাম বলে ফেলেন। এর মধ্যে সীমা জেরা চলা কালীন তেম্পের লস করে বসেন এবং মিথ্যা কথা বলে বাড়ির দারওয়ান রখ্যক কে ফোন করতে যাবেন দেখে অনেকগুলো মিসড কল এবং তাকে ফোন করে জানেন যে কোনো বাচ্চা তার ঘরে নেই আর অনেক খুঁজে পাওয়া যায়নিএবং এই শুনে সীমা হতভম্ব হিয়ে পড়েন ও কাঁদতে থাকেন। তারপর রাতে তারা সঙ্গমে মাতেন এবং মজার বিষয় হলো সীমার মনে মা হাওয়ার সখ জাগে এবং তারা ক্রীড়ায় মেতে ওঠে কিন্তু সীমার এই ভাবনায় বিগ্নেশ অবাক হন এবং বিয়ে না করে আগেই মা হাওয়ার কথায় অবাক হন এবং ক্রীড়া চলা কালীন সীমা বলে ওঠেন বাচ্চা ছেলে হলে তার নাম মাইকেল রাখবে।
রেটিং : ৬.৬/১০
রিভিউটি লিখেছেনঃ Young Egyptian King Tutenkhamen
0 Comments
আপনার মতামত লিখুন।