সিনেমা: Kuruthi (২০২১)
পরিচালক: Manu Warrier
IMDb : 7.8/10 (৩৪৭৪)
Kuruthi শব্দটির আক্ষরিক অর্থ ritual slaughter । ইঙ্গিতেই বোঝা যায় সিনেমাটির মধ্যে গণহত্যা ও ধর্ম জড়িত থাকবেই। কিন্তু তার সাথে এটা একটা পলিটিক্যাল থ্রিলারের তকমাও পাওয়ার যোগ্য।
হটাৎ এক রাত্রে পুলিশের এক এস আই এক খুনীকে (হিন্দু; যে আবার ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার কারণে এক মুসলিম ব্যক্তিকে খুনটা করেছে) নিয়ে বিশেষ কারণে ইব্রাহিমের (বছর তিরিশের এই ছেলে বউ বাচ্চা হারিয়েছে - by fate) বাড়িতে একটা রাত কাটাতে চান। এদিকে একই ধর্মাবলম্বী কিছু এক্সস্ট্রিমিস্ট ব্যক্তি সেই খুনিকে খুঁজে খুঁজে ওই বাড়িতে হাজির হয়, তারা ইনস্ট্যান্ট death উপহার দিতে ইচ্ছুক ওই পাপীকে। এই অবস্থায় ইব্রাহিমকে শপথ নিতে হয় যে সে যেভাবেই হোক ঐ খুনী ব্যক্তিকে এদের হাতে মরতে দেবে না। আরেকটা ব্যাপার হলো এই ইব্রাহিমের গোঁফ না গজানো ভাই রসুল নিজেই এক্সস্ট্রিমিস্ট (গোপনে সেও মারতে চায় একে)। এই জটিল অবস্থায় এক রাত্রিব্যাপী সিনেমা কুরুতি - যার শেষে সকালও আসে, কিন্তু এ কেমন সকাল যা রাত্রির থেকেও ভয়ংকর! অন্তত সেটাই মনে হবে সিনেমার শেষে। ছবির গতি মন্থরতম থেকে শুরু হয়ে ধীরে ধীরে গতি লাভ করে, অনেকটা Nayattu র মত।
কোল্ড কেস খুব একটা সাড়া জাগাতে না পারলেও এই সিনেমায় লায়েক হিসেবে অভিনেতা কাম প্রযোজক পৃথ্বীরাজ যেভাবে প্রতিশোধস্পৃহায় জর্জরিত এক ধর্মান্ধ খুনীর ভূমিকায় নেমেছেন তাতে খুব কম জায়গাতেই মনে হয়েছে তিনি সত্যিই অভিনয় করছেন - এতটাই বাস্তব লেগেছে ওনার চোখের হিংস্রতা। তবে দু একটি জায়গায় পুনরাবৃত্তি আছে লায়েক চরিত্রের কিছু কাজের। ছবির বেশিরভাগ সময়ে স্পটলাইট নিয়েছেন ইব্রাহিম বা ইব্রুর চরিত্রে রোশন ম্যাথিউ। অত্যন্ত বাস্তব অভিনয়। চোখের কি দুর্দান্ত ভাষা!
চিত্রনাট্য খুব সুন্দর ও টানটান করে লেখা - একটা অস্বস্তিকর অথচ সত্য বার্তাও বহন করে। তবে sugarcoated স্ক্রিপ্ট সমৃদ্ধ সিনেমার সিনেমাপ্রেমীদের এসব সিনেমা দেখতে বারণ করছি।
রিভিউটি লিখেছেনঃ ChocolateBoy
0 Comments
আপনার মতামত লিখুন।