কৃষ্ণবেণী - সায়ন্তনী পুততুন্ড Krishnabeni by Sayantani Putatunda

কৃষ্ণবেণী - সায়ন্তনী পুততুন্ড Krishnabeni by Sayantani Putatunda

কৃষ্ণবেণী 
সায়ন্তনী পুততুন্ড 
এক অসহায় দেবদাসী মায়ের নিজের সন্তান কে দেবদাসী না হতে দেবার জন্য এক অসম লড়াই এর গল্প। যেখানে নিজের রক্তের সম্পর্কের লোকেরা সমাজ বা দেবীর ভয়ে পিছিয়ে যায় সাহায্য করতে সেখানে কোন এক তথাকথিত চোর বা এনজিও কর্মী এগিয়ে আসে আর রুখে দাঁড়ায় সিড্ডি উপজাতির মানুষেরা যারা বেতাল নামে পরিচিত স্থানীয় মানুষের কাছে। লেখিকা আমার খুবই পছন্দের.... ঝরঝরে লেখা একবার শুরু করলে না শেষ করে থামা অসম্ভব.... খুবই ভালো লাগলো।

Post a Comment

0 Comments