কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Kobi by Tarashankar Bandopadhyay

কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Kobi by Tarashankar Bandopadhyay

উপন্যাস - কবি
লেখক - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

কবি’ উপন্যাসে লেখক ঠিক সেই সময়েরই এক হতভাগা কবিয়ালের জীবনের গল্প তুলে ধরেছেন যার জন্ম ডোমবংশে, নাম নিতাইচরণ। বংশের সবাই চোর ডাকাত হলেও নিতাইয়ের স্বপ্ন ছিল কবিগান। সেবারের মেলায় কবিয়ালের অনুপস্থিতিতে কবিগানের সুযোগ পেয়ে মুহূর্তেই নিতাই তাক লাগিয়ে দিল মেলার সবাইকে। সেই থেকে শুরু হল এক কবিয়ালের জীবনের গল্প। পরিবার আর সমাজ থেকে নিতাই পালিয়ে গিয়ে আশ্রয় নিল বন্ধু রাজনের কাছে, শুরু করলো স্টেশনে কুলিগিরির কাজ। বেশিরভাগ সময় কুলির কাজ করে, আর বাকিসময় ঘরে বসে করে কবিগানের চর্চা। এসময় পরিচয় হয় রাজনের শালিকা ঠাকুরঝির সাথে। কালো বর্ণের মেয়েটার প্রতি নিতাইচরণের আকর্ষণ বাড়তে থাকে।পরে ঝুমুরের সাথে এবং বসন্তের সাথে আলাপ হয়।  নিতাই তার জীবনে হারিয়েছে অনেক কিছু তার পরেও কি সফল কবিয়াল হয়ে উঠতে পেরেছে সেই গল্পই উপন্যাসে প্রতিফলিত হয়ে উঠেছে।এই উপন্যাসে মাঝে মাঝে অসাধারণ ব্যাবহার করেছেন উপন্যাসিক। সব মিলিয়ে একটি অসাধারণ উপন্যাস বাংলা সাহিত্যে।

Post a Comment

0 Comments