বই : খুদকুঁড়ো
লেখক : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
এই বইটি কোনো গল্প বা উপন্যাস নয়, বলা যায় লেখকের জীবনপ্রবাহের বয়ে চলা ছোট ছোট ঘটনা। আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, কিছু কিছু ঘটনা, তার সঙ্গে জড়িত মানুষ বা পশুপাখি আমাদের স্মৃতিতে আমৃত্যু থেকে যায়। লেখকের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ও মানুষ যাঁরা ওনার মনে গভীর ছাপ ফেলেছেন সেসব বিষয়ে এই বইতে বর্ণনা করা হয়েছে। শীর্ষেন্দু বাবুর লেখা আমার বরাবরই খুবই প্রিয়। ওনার মায়াময় লেখনী ছোট ছোট ঘটনা গুলিকে বিশেষ করে তুলেছে। বইটি আকারে ছোট,তাই পড়তে বেশি সময় লাগে না, পড়ে খুবই ভালো লাগলো
0 Comments
আপনার মতামত লিখুন।