খ্রীষ্ট
অনুপম মুখোপাধ্যায়
কিছু বই আপনাকে তার সামনে নতজানু হয়ে বসতে বাধ্য করে, পড়ে শেষ করে ওঠার পড়েও একটা ঘোর থেকে যায়।এটাও একটা তেমনই বই। খ্রীষ্ট ইশুয়ার জীবনের বয়ে যাওয়ার গল্প। জর্দান নদীর তীরতিরে জলে অপ্সুদীক্ষা লাভ করে একটা বিপ্লবের আগুন জ্বালানোর গল্প। ভারতে ইশুয়ার আসার দিকটাও খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন লেখক, এমন কি ইশুয়ার দর্শন কিভাবে বৌদ্ধ তথা বৈদিক দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল তার আভাসও মেলে। অনুপম বাবুর এযাবৎ লেখা গুলোর মধ্যে এটাকে ওনার মাস্টারপিস বললে অত্যুক্তি হয় না। সকলে পড়তে পারেন। আমার ব্যক্তিগত ভাবে মৈত্রেয় জাতকের পর এই ধারার কোনো বই এত ভালো লেগেছে।
0 Comments
আপনার মতামত লিখুন।