বই - কালবেলা
লেখক - সমরেশ মজুমদার
এই বইটার পরিচয় দেওয়া বোধ হয় আমার মত ক্ষুদ্র পাঠকের পক্ষে সম্ভব নয়, অনিমেষ প্রধান চরিত্র তার রাজনৈতিক জীবন এবং ছাত্ররাজনীতি, সঙ্গে মাধবীলতা তাদের প্রেমের গল্প এখানে উঠে এসেছে। মূলত রাজনীতিকেই উল্লেখ করা হয়েছে এখানে এবং সেই সংগ্রাম পূর্ণ জীবনের কথা বলা হয়েছে। কিন্তু মাধবীলতার মত চরিত্র তো আর বাস্তবে দেখা যায় না তাই তাদের থেকে পার্শ্ববর্তী চরিত্রগুলি অনেকটাই বোধহয় মানুষের মনে দাগ কেটে যাবে।
কালবেলা তো একটি কালজয়ী সাহিত্য এখানে নতুন করে মানুষকে বলার দরকার নেই যে পড়ুন, এই সাহিত্য গুলি নিজের স্থান খুব যথাযথভাবেই স্থির করে নিয়েছে, যারা পড়েন নি এখনও তারা পড়ে ফেলুন।
রিভিউ আমি ঠিক সেভাবে দিতে পারিনা বই পড়তে ভালোবাসি তাই পড়ি তবে যেহেতু গ্রুপের নিয়ম সেইজন্যই লেখার প্রয়াস করা ভুল ত্রুটি মার্জনা করবেন।
রিভিউটি লিখেছেনঃ SDpsy
0 Comments
আপনার মতামত লিখুন।