জাদুঘর পাতা আছে এই এখানে
কিশোর পাশা ইমন
ইদানিং বাংলাদেশের লেখকদের লেখা মৌলিক থ্রিলার এর প্রেমে পড়েছি। তার ফলে পড়ে ফেললাম এই থ্রিলারটি। গল্পকার গল্প টিকে এগিয়ে নিয়ে গেছেন দুই ভিন্ন সময়কে সঙ্গী করে। একদিকে জাদুঘর নামক গুপ্ত সংগঠন কেন বা কিভাবে গড়ে উঠলো আর কিভাবে বা সংগঠনটি এগিয়ে চললো তার বর্ণনা। অন্যদিকে পেশাদার খুনি রাকিব গিয়ে উপস্থিত হয় পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আস্থানায়। প্রসঙ্গক্রমে এসে পড়ে দুর্বলের উপর সবলের অত্যাচার। সেনাবাহিনী এক রাষ্ট্র নিয়ন্ত্রিত সংগঠন যে কিনা দেশ কাল জাতি ধর্ম নির্বিশেষে একই রকমভাবে দুর্বলের উপর চালায় অত্যাচার। লেখক বয়সে নবীন... রাজনৈতিক দল ও তার কলাকুশীলবদের কর্মকান্ডের প্রতিবাদ স্বরূপ গড়ে ওঠে ওই গুপ্ত সংগঠন ''জাদুঘর"। যারা কিনা ধ্বংস করে দিতে চায় এই পচা গলা সময়কে সৃষ্টি করতে চায় নতুন কিছু। এতো থ্রিলার নয় এতো বর্তমান সময়ের উপাখ্যান।
পরিশেষে ধন্যবাদ জানাই টিম বর্ণপরিচয় কে এমন একটি বই পড়ার সুযোগ করে দেয়ার জন্য। তবে পিডিএফ এ শেষের কিছু পাতা বোধহয় অনুপস্থিত। অপেক্ষায় রইলাম এই সিরিজের দ্বিতীয় বই টির জন্য। বই পডুন বই এর আলোকে আলোকিত হন।
রিভিউটি লিখেছেনঃ amondal
0 Comments
আপনার মতামত লিখুন।