জ্ঞানাদার ডায়েরি থেকে - পিনাকী বিশ্বাস Gyanadar Diary Theke by Pinaki Biswas

জ্ঞানাদার ডায়েরি থেকে - পিনাকী বিশ্বাস Gyanadar Diary Theke by Pinaki Biswas

জ্ঞানাদার ডায়েরি থেকে 
পিনাকী বিশ্বাস 


গল্পের নায়ক এক ইতিহাস পুরুষ, তিনি ইতিহাস পড়েন না, ইতিহাস সৃষ্টি করেন। জ্ঞানাদা মুজতবা আলির সেই ডায়রেক্ট শিষ্য যিনি গান গিয়ে শোনান কাজি নজরুলকে, যার পান্ডুলিপি নিয়ে খ্যাতির গগনে ওঠেন মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি শিবরাম চক্রবর্তীর রাবড়ির পয়সা মেটান। জ্ঞানাদা গেরিলা যুদ্ধ শিখেছেন চাচা হো'র পায়ের তলায়, তাই তো হিম্মত রাখেন মুক্তিযোদ্ধা বাঘা সিদ্দিকি থেকে মাও নেতা প্রচন্ডকে পরামর্শ দেওয়ার। ২১ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় চত্তুরে তাঁর রক্ত ঝরে, চট্টগ্রাম রাঙামাটির পাহাড়ে খানসেনাদের ঘাঁটি চুরমার করে দেন অভিনব যুদ্ধে, চীন-ভারত সংঘর্ষে পাহারা দেন বমডিলা গিরিপথ আবার রবীন্দ্রনাথের শেষ যাত্রাতেও দেখা যায় তাঁকে। ওষধির সন্ধানে বেরিয়ে আকস্মিকভাবে সাক্ষী হয়ে পড়েন দলাই লামার পলায়ন কিংবা বার্লিনের প্রাচীর পতনের। তাঁর আবিষ্কৃত মালিশ তেল কিউবার ব্যর্থ বিদ্রোহকে উন্নীত করে সার্থক বিপ্লবে। এল টি টি ই অধ্যুষিত জাফনা বা লৌহনিগড়ের রাশিয়া তাকে রুখতে পারেনা। যুদ্ধের হেথায় সেথায়, মানুষের মুক্তির বিপন্নতায়, দেশে দেশে বন্দরে, শত মরু কন্দরে জ্ঞানাদার রক্ত ঝরে ঝরে পড়ে। বারংবার।

রিভিউটি লিখেছেনঃ Rayan

Post a Comment

0 Comments