বইএর নামঃ গুপ্তবিদ্যা
লেখকঃ মনীষ মুখোপাধ্যায়
প্রকাশনীঃ বেঙ্গল ত্রইকা
প্রথমত আগেই বলে নিতে হইয় যে আমি মনীষ বাবুর লেখা ব্যাক্তিগত ভাবে পছন্দ করি, কারন উনি অনেক সহজ সরল ভাষায় গল্প লেখেন, একদম জটিল বিষয় একদম পুর মাখন হয়ে যায়। তো এই বই এর প্রথম গল্পটি র নাম গুপ্তবিদ্যা যা বিভিন্ন জ্যোতিষী র খুন কে কেন্দ্র করে আবর্তিত হই, এবং শেষে পঞ্জিকা, পাজি এসব কে অবলম্বন করে কিভাবে খুন এর সমাধা হল সেটাই বিষয় । আর বলা যাবে না পরে দেখতে হবে
দ্বিতীয় গল্প হল জুডাস কয়েন এটিও একটি প্রাচীন কয়েন কে ঘিরে গল্প, এই কয়েন টি প্রথমে প্রাপকের জীবন এ শুভ ঘটনার শুভারম্ভ করে কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়না, তারপরেই প্রাপকের জীবন এ নেমে আসে........ থাক আর না এবার পরে দেখতে হবে, যাই হোক থ্রিলার হিসেবে ভালই ছিল, টানটান ছিল।
রিভিউটি লিখেছেনঃ kicx
0 Comments
আপনার মতামত লিখুন।