বইঃ ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড (অনুবাদ)
লেখকঃ টমাস হার্ডি
বইটি বিশ্ব সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র। হলিউডে এই কাহিনী সিনেমা তৈরি হয়েছে। প্রেম প্রধান বিষয়বস্তু।
কাহিনীর নায়িকা ব্যক্তিত্বময়ী, সুন্দরী, প্রগলভ। গ্রামীণ খামারবাড়ি পটভূমিকায় কাহিনীর চলন। মানুষের প্রধান জীবিকা পশুপালন।
নায়ক গ্র্যাব্রিয়েলের গ্রামে নায়িকা বাথসেবা তার আত্মীয়ের বাড়িতে গরমের ছুটিতে বেড়াতে এসে আলাপ। নায়কের মুগ্ধতা ও প্রেম নায়িকার আভিজাত্যে প্রাচীরে ধাক্কা খেলেও বাথসেবার মনে ছাপ রেখে যায় এবং ছুটি শেষে সে ফিরে যায় নিজের বাড়িতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্র্যাব্রিয়েলের খামার দেনাগ্রস্ত হয়ে পড়ার কারণে সম্পত্তি বিক্রি করে জীবিকা অন্বেষণে বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতে ঘুরতে ঘুরতে অজান্তেই নায়িকার গ্রামে পৌঁছায়। বাথসেবা তখন পৈতৃক সূত্রে সেখানে এক পশু খামারবাড়ির মালিক। গ্র্যাব্রিয়েল সেখানে চাকরি পায়। উভয়েই পরস্পর কে চিনতে পারলেও মালিক কর্মচারী সম্পর্ক বজায় থাকে। এরপর বাথসেবার প্রগলভতা ও নারী সুলভ রহস্যময়তার কারণে একজন মধ্যবয়সী ভূস্বামী ও এক তরুণ সেনাবাহিনীর সার্জেন্ট তাঁর প্রেমে পড়লে অবশেষে নায়িকা বাথসেবা সার্জেন্টের নায়কোচিত ব্যবহারে মুগ্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু পরে প্রকাশ পায় সেনা সার্জেন্টের প্রথম প্রেমিকা যে বিয়ের দিনে নির্ধারিত সময়ে গির্জায় না পৌঁছানোয় বিয়ে ভেঙে গিয়েছিল। এরপর কাহিনীর দুর্বার গতি। ঘটনার টানাপোড়েন মানব মনের দ্বন্দ, প্রেমাস্পদকে হারিয়ে ফেলার যন্ত্রনা আবার নতুনভাবে পুরানো সম্পর্কের মূল্যায়ন, সামাজিক বাধা, মিলনের আকাঙ্খায় বর্তমানকে অগ্রাহ্য করার প্রবণতা কাহিনীর পরতে পরতে উদঘাটিত হয়েছে। পাঠক সহজেই তাঁর নিজের সময় কে উপন্যাসের প্রেক্ষিতে আবিষ্কার করতে পারেন।
0 Comments
আপনার মতামত লিখুন।