বই- 'দ্বীপের নাম টিয়ারঙ'
লেখক- রমাপদ চৌধুরী
"শুধু কান্নাহাসির দুটি নির্বাক চোখ মেলে তাকিয়ে থাকে সে মদনার দিকে। বোবা হয়ে গেছে ফিরুজা। বোবা হয়ে গেছে টিয়ারং দ্বীপ। বোবা হয়ে গেছে সমুদ্রের প্রতিটি ঢেউ।..."
সুন্দরবন অঞ্চলের কাছাকাছি সুন্দর একটি দ্বীপ পাখির ঠোঁটের মতো বাঁকা ওপর থেকে। সবুজ গাছ আর লাল ফুল মিলে নাম 'টিয়ারঙ'। এই দ্বীপের মানুষগুলো খুব সৎ। হঠাৎই এই দ্বীপে হাজির হয় স্টিফেন সাহেবের কোম্পানি। সেখানকার গাছ কেটে মূল ভূখণ্ডে চালান দিতে চায়। দ্বীপের অধিবাসীরা তাদের ভালো ভাবেই গ্রহণ করলো। তাদের দেওয়া কাজে যোগদান করলো তারা। কিন্তু ছন্দপতন ঘটলো যখন কোম্পানির এক পদস্থ আধিকারিক তাদের সর্দারকে গুলি ক'রে মেরে ফেললো। সরল অধিবাসীরা প্রয়োজনে খোঁপায় গুঁজে রাখা খুনিয়া বের করলো। মাঝে ঘটে গেল বহু ঘটনা। এদিকে শুরু হ'লো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিদেশী শত্রুর হাত থেকে বাঁচতে সকলে দ্বীপ ছেড়ে চলে গেল, একা থেকে যেতে বাধ্য হ'লো ফিরুজা। আবার দশ বছর পরে মদনা ফিরে এলো সে দ্বীপে। এসে কী দেখলো? সেটা বইতে পড়তে হবে। মদনা, ফিরুজা, যমনী, আকাশী, আলভা, তামসী, তাপসী, সমীরণ, চ্যাটার্জী চরিত্রগুলোও দারুণভাবে এসেছে কাহিনিতে।
'দ্বীপের নাম টিয়ারঙ' একাধারে মনস্তাত্ত্বিকের পাশাপাশি একটি প্রতীকি উপন্যাসও বটে। প্রতিটি চরিত্রকে যেভাবে তুলে ধরেছেন সেটা সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটা নিয়ে অনেকদিন আগে একটা সিনেমাও হয়েছিল কিন্তু সেটার প্রিন্ট এখন পাওয়া যায় না।
0 Comments
আপনার মতামত লিখুন।