চন্দ্রহাস
লেখক: সৌরভ চক্রবর্তী
নরবলি নিয়ে লেখা একটা ফিকশন। নরবলি নিয়ে গবেষণা করা এক অধ্যাপক ঘটনা চক্রে জড়িয়ে পড়েন ওড়িশার এক জমিদার বাড়ির এক পুরোনো অভিশাপ কে হারানো র লড়াই এ। এক দুইশ বছর এর অভিশাপ থেকে কি মুক্তি পাবে সেই পরিবার জানতে হলে অবশ্যই পড়ুন। উপরি পাওনা নানা দেশ এর নরবলি বিষয় e ইতিহাস। আমার বেশ ভালো লেগেছে বই টি। শুভ অশুভ শক্তি র চিরকালের লড়াই এই গল্পের ছত্রে ছত্রে।
রিভিউটি লিখেছেনঃ Biswa
review
চন্দ্রহাস by সৌরভ চক্রবর্তী
অনেক মালমশলা ছিল কিন্তু ভাল লাগলো না। জ্ঞান দেয়ার মতো লেগেছে মাঝে মাঝে অনেক অনেক পাতা যেগুলোর সাথে গল্পের কোনো সম্পর্কই নেই। সাউথের সিনেমার মতো অসম্ভব সব ফাইট সিন যার কোনো ছিরি ছাঁদ নেই। একটা নয়, দুটো নয়, তিন-তিনটে জাতিস্মর সামলানো কি মুখের কথা?
ভয় পাওয়ানো ভালো, তবে অকারণে সেই ভয়কে আরও আরও ভয়ঙ্কর করার চেষ্টায় কখন যে সেটা বিরক্তির পর্যায়ে চলে যায়, সেটা লেখকের বোঝা খুব খুব দরকার ছিল।
রিভিউটি লিখেছেনঃ Titas
0 Comments
আপনার মতামত লিখুন।