উপন্যাস - ছদ্মবেশ
লেখক - সাদাত হোসাইন
পলাশবাড়ি ছোট্ট একটা গ্রাম যা আস্তে আস্তে গড়ে উঠছে একটা উন্নত শহর হিসেবে। এই শহরেই এক খুব সুন্দর বাড়ি তৈরি করেন বাংলা সাহিত্যের অধ্যাপক লতিফুর রহমান আর সেই বাড়িটির নাম দেন "অপেক্ষা", কিন্তু হটাতই ঘটে যায় একটা খুন!!
লতিফুর রহমান তার স্ত্রী ও বাড়ির পরিচারিকা কে নিয়ে কিছুদিনের জন্য দেশের বাড়ি যায় আর ফিরে এসে তার বাড়ির ভাড়াটে কে তিনতলার ঘর দেখাতে গিয়ে বাথরুম থেকে আবিষ্কার করেন এক মৃতদেহ!!!
এই গল্পের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কে খুন হয়েছে কিভাবে হয়েছে কোথায় হয়েছে কখন হয়েছে সব আপনি গল্প পড়তে পড়তে বুঝে যাবেন শুধু যেটা বুঝতে পারবেন না তা হলো কে খুন করলো আর তালাবন্ধ একটা তিনতলার বাড়ির থার্ড ফ্লোরে মৃতদেহ কিভাবে পাওয়া গেল যেখানে বাড়ির চাবি লতিফুর রহমান ছাড়া আর কারোর কাছে ছিল না,এই দুটো প্রশ্ন র জন্যই হয়তো গল্প টা পড়ার একটা আলাদা আগ্রহ থাকবেন...
গল্পে আর একটা যেটা দিক সেটা হলো অনেক চরিত্র আর সেই সব চরিত্রের জীবনের কিছু কিছু গল্প থাকবে যেটা সাধারণত কোনো থ্রিলার গল্পে আমি পড়িনি...
এই গল্পের ভূমিকা টা আমার খুব সুন্দর লেগেছে যেখানে লেখক নিজেই প্রশ্ন করেছেন যে তিনি আদৌ রহস্য গল্প লেখক লিখতে পেরেছেন কিনা তা পাঠক রা পড়ে সিদ্ধান্ত নেবেন যা আরো ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছিল তো পাঠক হিসেবে গল্প টা শেষ করে মনে হয়েছে ড্রামা come thriller..
লেখক সাদাত হোসাইন এর এটাই প্রথম থ্রিলার গল্প যা সুন্দর❤️
My Rating - 4/5
রিভিউটি লিখেছেনঃ Sudipa
0 Comments
আপনার মতামত লিখুন।