চারিদিক যখন অন্ধকার - অনীশ দেব Charidik Jokhon Ondhokar By Anish Deb

চারিদিক যখন অন্ধকার - অনীশ দেব Charidik Jokhon Ondhokar By Anish Deb

চারিদিক যখন অন্ধকার 
অনীশ দেব


অসাধারণ এক মানবিক সাই-ফাই লেখা। এমন এক পৃথিবীতে গোটা ঘটনাটি ঘটে যখন রোবোট হয়ে উঠেছে মানুষের সঙ্গী, সাথী। আইজ‍্যাক অ্যাসিমভের রোবোটিক্সের নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত। তার ই মাঝে কিছু মানুষের অশুভ আঁতাত চারিদিক থেকে আলোর আগমন যখন রুদ্ধ করে দেয়, ঠিক সেই সময় দেবদূতের মতন আলো নিয়ে হাজির হয় ....কে?
নাঃ, জানতে গেলে গল্পটি পড়তেই হবে। অত্যধিক বিজ্ঞানের কচকচির মধ্যে না গিয়েও যে এত মরমী লেখা লেখা যেতে পারে, লেখক অনীশ দেব তার উদাহরণ। আফসোস, উনি আর আমাদের মধ্যে নেই। থাকলে এমন আরো লেখা ওনার কাছ থেকে প্রত্যাশিত ছিল।

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments