চাঁদ ভাঙা জল - সোমনাথ ঘোষাল Chand Bhanga Jal by Somnath Ghosal

চাঁদ ভাঙা জল - সোমনাথ ঘোষাল Chand Bhanga Jal by Somnath Ghosal

চাঁদ ভাঙা জল - সোমনাথ ঘোষাল 
প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস 
অভিযান পাবলিশার্স 

অভিযান পাবলিশার্স প্রকাশিত সোমনাথ ঘোষালের লেখা চাঁদ ভাঙা জল বইটি মোট ২০টি ছোটগল্পের সংকলন।

প্রতিটি গল্পেই রয়েছে রূঢ় বাস্তবতার ছোঁয়া। বাস্তবের মাটির বিষন্নতা, হতাশা, ব্যর্থতা, স্বার্থপরতা ধারালো ভাবে প্রতিফলিত হয়েছে গল্পগুলির হৃদয়ে। কয়েকটি গল্প বোঝার জন্য বেশ কয়েকবার পাঠ করতে হল বটে, কিন্তু গল্পের যতই অতলে যাওয়া যায় লেখনীর গভীরতা ততই স্পষ্ট হয়ে ওঠে। গল্পগুলি অর্থবহ। লেখক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অসুন্দর বাস্তবগুলিকে। আপাত জটিল গল্পের লেখনী আরো নিদারুণভাবে বুঝিয়ে দেয় সমাজের যাবতীয় জটিলতাগুলোকেই। শেষ হয়েও শেষ না হওয়া এই ছোটগল্পগুলো বারবার বুঝিয়ে দেয় আমাদের দৈনন্দিন অন্তবিহীন অনন্তগুলিকে। পরিনতিবিহীন অন্তিমকে।

Post a Comment

0 Comments