বই এর নাম : ব্যবসার নাম শুভ বিবাহ
লেখক : শেখর বসু
প্রকাশক : দে'জ পাবলিশিং
বোধ হয় ১৯৯৮/১৯৯৯ নাগাদ ধারাবাহিক ভাবে আনন্দ বাজার রবিবাসরীয় তে প্রকাশিত হত। বেশ কয়েক টা সংখ্যা পড়েছিলাম, তারপর নানা কারণে পড়া হয়ে ওঠে নি। কিন্তু তখনি লেখা গুলো বেশ ভালো লাগছিলো। এছাড়া কিছুটা থ্রিলার ধর্মী লেখা - তাই টান টা অনুভব করে ছিলাম।
কয়েক দিন আগে এক বন্ধুর বাড়িতে বই টা পাই। বেশ পুরানো বই, হলুদ হয়ে গেছে পৃষ্ঠা গুলো। ১৯৯৯ সালের প্রকাশনা। নিয়ে এসে কয়েক ঘন্টার মধ্যে শেষ করলাম।
পাত্রী সুন্দরী, শিক্ষিতা। ধনী পিতার কন্যা। কোথাও কোথাও একমাত্র কন্যা। মনের মতো পাত্র চেয়ে বিজ্ঞাপন ছাপা হয় খবরের কাগজের পাত্র চাই কলামে। জবাবে অনেক চিঠি আসে। কোনো কোনো পাত্র রুপে গুনে ঐশ্বয্যে অতুলনীয়। দাবিদাওয়া বলে কিছু নে্ই। এমন সুপাত্র পাওয়া তো ভাগ্য। কিন্তু বিয়ের ঠিক পরেই ছবিটা উল্টে যায়। যা ঘটে তাকে শুধু গা ছমছমে ঘটনা বললেও কম বলা হয়। বিয়ের রাতেই বর উধাও।ওর সঙ্গে উধাও হয় কনের গাযের সব গহনাপত্র। কোথাও কনে খুন। কোথাও বা সম্পদের সঙ্গে খোয়া যায় সতীত্ব। কোথাও ঘটনা আরও দুর পর্যন্ত গড়ায়। বরের হাতফেরতা বউ চটজলদি বিক্রি হয়ে যায় নিষিদ্ধ পাড়ায়।ক্রেতা কোথাও বা আরব দুনিযার শেখ। বিদেশে পাচার হওয়া বউ ঘৃন্য জীবন কাটাতে বাধ্য হয় হারেমে। শুভবিবাহের নামে চলে এক ব্যবসা। ব্যবসার হাতিয়ার নকল রুপবান বর, অন্যদিকে পিছনে কলকাটি নাড়ে দুবাইয়ের মাফিয়া ডন। থ্রিলারের ধাঁচের হলেও সত্য কাহিনীর সাতে এতটাই মিল যে অনেক পাঠকই তাদের চেনা ঘটনা বলে ভুল করতে পারেন। শেখর বসুর 'ব্যবসার নাম শুভ বিবাহ' তাই এক অতি বাস্তব থ্রিলার।
থ্রিলার এর Spoiler দিলে মজা টা নষ্ট হবে তাই দিলাম না। তবে ৩০ বছর আগের বই, কিছু কিছু জায়গা একটু এখনকার সাথেই মিলবে না, কিন্তু যদি আপনি একটু বয়স্ক হন, তাহলেই ৯ এর দশকের অনেক ঘটনার সাথেই মিল পাবেন।
ষ্টার হিসাবে আমি ৫ এর মধ্যে ৪.৫ দেব।
লেখক, প্রকাশককে কৃতজ্ঞতা জানালাম। সবাই কে ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।