বৃষ সঙ্গম
সৈকত মুখোপাধ্যায়
সাসপেন্স বার্ষিকী 1427
গল্পের মুখ্য চরিত্র জোসেফ রুদ্রনাথ এক্কা। একটি অনাথ আশ্রমে বড় হয়। তারপরে কুষ্ঠরোগে হারায় পায়ের দশটা আঙ্গুল। এমতাবস্থায় বিরাজ কাপালি বলে এক অচেনা ভদ্রলোক তাকে আশ্রয় দেয় তার কারখানায়। সেখানেই রুদ্রর পরিচয় হয় আরো তিনজনের সাথে। সেদিনই রাত্রে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় রুদ্র।
কি সেই ঘটনা, কি তার পিছনের ঘটনা আর কেনই বা এক অপিরিচিত ছেলেকে আশ্রয় দিল বিরাজ কাপালি?এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতন একটি উপন্যাস। বিশেষ করে ফ্যান্টাসি হরর যদি পছন্দ হয়। সৈকতবাবু আরেকবার এই জনরায় নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এই উপন্যাসে।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।