বইঃ- দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস
লেখকঃ- জন বয়েন
অনুবাদকঃ- সালমান হক
প্রচ্ছদঃ- ডিলান
জনরাঃ- ইতিহাস আশ্রিত
প্রকাশনীঃ- বাতিঘর প্রকাশনী
প্রথম প্রকাশঃ- জানুয়ারী, ২০১৭
মুল্যঃ- ১৬০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ১৪৪
ব্যাক্তিগত মতামতঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর লেখা অসাধারণ একটি বই এটি। খুব সাধারণ একটি গল্পকে লেখক অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন উনার লেখনির মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নিশংস বিষয় এবং এই সময়ে ছোটদের মনমানসিকতা কেমন হয় তার একটি অসাধারণ কাব্যিক উপস্থাপনা এই গল্প। সাথে সালমান হক ভাই এর অনুবাদ বরাবরের মতোই অসাধারণ। বইটি পড়তে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছিলো যেন কোন কিছুর মাঝে নির্দ্বিধায় হারিয়ে যাচ্ছি। একেবারে মাথায় গেঁথে থাকার মতো একটি গল্প ❝দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস❞।
0 Comments
আপনার মতামত লিখুন।