ভূত-শিকারি মেজকর্তা এবং... প্রেমেন্দ্র মিত্র Bhoot Shikari Mejokarta Ebong by Premendra Mitra

ভূত-শিকারি মেজকর্তা এবং... প্রেমেন্দ্র মিত্র Bhoot Shikari Mejokarta Ebong by Premendra Mitra

বইয়ের রিভিউ 
বইয়ের নাম : ভূত-শিকারি মেজকর্তা এবং... 
লেখকের নাম : প্রেমেন্দ্র মিত্র  
প্রকাশক : দে'জ 
মুদ্রিত মূল্য : ২০০ টাকা 

বিভিন্ন লেখকের হাত ধরে বাংলা সাহিত্যের আঙিনায় অমর হয়েছে বহু কাল্পনিক চরিত্রকে নিয়ে লিখিত সিরিজ। প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, কাকাবাবু, ফেলু মিত্তির আরও কতশত নাম। 

প্রেমেন্দ্র মিত্রের নাম শুনলেই আমাদের এমনতর যে সিরিজের কথা একবাক্যে মনে পড়ে তা হলো ঘনাদা। ঘনাদা'র কালজয়ী সুনামের আড়ালে কোথাও হয়তো চাপা পড়ে গেছে লেখক প্রেমেন্দ্র মিত্রেরই "ভূতশিকারি মেজকর্তা" নামক আরেকটি সিরিজ। 

সিরিজের খুঁটিনাটি : লেখক এক বাস সফরে হঠাৎই পেয়ে যান লাল শালুতে মোড়ানো এক খেরোর খাতা। বেওয়ারিশ জিনিস হওয়ায় লেখকই সেই খেরোর খাতার ওপর আপাত মালিকানা স্থাপন করেন। এই খেরোর খাতা আর কিছুই না মেজকর্তা (মেজকর্তা নামটি ছাড়া, এর থেকে বেশী পরিচিতি পাওয়া যায়নি লেখকের বক্তব্য অনুযায়ী) নামক এক ব্যক্তির ভূতের পেছনে ধাওয়া করার বিভিন্ন আখ্যান। ভূতের তল্লাশে এই মেজকর্তা ঘুরে বেড়িয়েছেন পোড়োবাড়ি থেকে শুরু করে চেনা অচেনা বহু জায়গা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূতের সাথে তার মোলাকাতের রহস্যময় বর্ণনায় খেরোর খাতায় রয়েছে। লেখক সেই বর্ণনাই তুলে ধরেছেন আমাদের সামনে এই গল্পগুলির মাধ্যমে।
মেজকর্তা সিরিজের মোট নয়টি গল্প রয়েছে এই বইয়ে।

এবং... : মেজকর্তা সিরিজের নয়টি গল্প বাদ দিয়েও এই বইয়ের দ্বিতীয় সেগমেন্টে রয়েছে দশটি একক ভৌতিক গল্প। এই গল্পের মধ্যে অনেকগুলোই সানডে সাসপেন্সে প্রচারিত হয়েছে অনেক আগেই (হাতির দাঁতের কাজ, গল্পের শেষে ইত্যাদি)।

কেমন লাগলো : টিপিক্যাল ভৌতিক গল্প সম্পর্কে আমাদের যেমন একটা ধারণা রয়েছে এই সকল গল্পগুলিই তা ছাপিয়ে যায়। লেখকের হাতযশে ভৌতিক গল্পগুলিও  হয়ে উঠেছে মনে দাগ কাটার মতোন।
মেজকর্তা সিরিজ লা-জবাব, পড়তে গিয়ে মনে হবে সত্যিই যেন কোন একসময়ে মেজকর্তা নামক কেউ ছিলেনই, থাকতেই হবে। কোন গল্পে থ্রিল, কোন গল্পে হাস্যরস সবমিলিয়ে মেজকর্তা সিরিজের নয়টি গল্পই ভূতশিকার অভিযানের দুর্দান্ত আখ্যান। 
অন্যদিকে বাকি দশটি একক ভৌতিক গল্পও সাদামাটা ভূতের গল্পের থেকে অনেক আলাদা। ওই পেছন থেকে "ধাপ্পা" বলে চেঁচিয়ে চমকসুলভ ভয় লেখক ব্যবহার করেননি। প্রতি গল্পেই গঠিত হয়েছে রহস্যময় আবহ, এবং ভূতুড়ে এলিমেন্টটা প্রতি গল্পে ততোধিক রহস্যময়। ভূতের গল্পে এমন মুনশিয়ানা সত্যিই বিরল। 

সবমিলিয়ে বলতে পারি বইটি সত্যই এক বিস্মৃত মণি। ভূতের গল্পমাত্রই বোকাবোকা কিছু হবে ভেবে ভূতের গল্প এড়িয়ে যান যাঁরা, আশা করি সেইসকল পাঠকদেরও মনোগ্রাহী হয়ে উঠবে এই বই। 

কলমে - অধিরাজ

Post a Comment

0 Comments