পাঠ প্রতিক্রিয়া
বই - অমরকণ্টকের আনাচে কানাচে
লেখিকা - সোনালী ঘোষাল
প্রকাশনা - ভাষা সংসদ, কলকাতা
অমরকণ্টকের পরিচিতি হিন্দু শাস্ত্র-পুরাণ, সংস্কৃত ভাষায় রচিত মহাকবি কালিদাসের মেঘদূত কাব্য থেকে শুরু হয়ে রবীন্দ্রনাথ হয়ে সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত। বাংলা ভাষা সহ বিশ্বের বহু ভাষায় এপর্যন্ত অনূদিত হয়েছে। সুতরাং অগাস্ট মাসের ৪ তারিখ সন্ধ্যায় বর্ণপরিচয়ের সৌজন্যে বইটি পেয়ে হাতের সব কাজ ফেলে মুঠোফোনে বইটির পাতা উল্টাতে শুরু করলাম।
অমরকণ্টক সতীপীঠ এবং শৈব তীর্থ। লেখিকা প্রত্যাশামত অমরকণ্টক তীর্থের পৌরাণিক কাহিনীর থেকে শুরু করে বর্তমানে এসেছেন। এই পর্যায়ে কয়েকটি মুদ্রণ প্রমাদ চোখে লাগে। এছাড়াও স্বগোক্তির মাধ্যমে পাঠকের কাছে দীর্ঘ প্রস্তাবনা করে জানিয়েছেন এই উপমহাদেশে তিনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন যেটা পাঠকের কাছে অতিশয়োক্তি লাগতে পারে। অমরকণ্টকের আনাচে কানাচে জব্বলপুরের মার্বেল রক, ধুঁয়াধার জলপ্রপাত, নর্মদা নদীতে নৌকা ভ্রমণ, পেঞ্চ অভয়ারণ্যে বাঘ দেখার বিবরণ সুন্দর লেগেছে। এরপর অমরকণ্টক পরিক্রমার বিবরণ। এই প্রসঙ্গে লেখিকা আধুনিক দৃষ্টি বজায় রেখে সযত্নে পৌরাণিক কাহিনীমালা সরিয়ে রাখার সাহসী প্রচেষ্টা করেছেন ফলে পাঠকবৃন্দ বর্তমান অমরকণ্টক ভ্রমণের সুবিধার সাথে সাথে অসুবিধার দিক গুলো জানতে পারবেন।
পরিশিষ্টে লেখিকা নর্মদা মাহাত্ম্য নিজের অনুভূতি দিয়ে বিবৃত করেছেন। আগ্রহী পাঠক পড়তে পারেন অথবা বই বন্ধ করে অন্যবই পাঠে মনোযোগী হতে পারেন।
রিভিউটি লিখেছেনঃ AB
0 Comments
আপনার মতামত লিখুন।