নাম : আমার আর কোথাও যাওয়ার নেই
লেখক : সাদাত হোসাইন
দেশ : বাংলাদেশ
কয়েকজন অতি সাধারন দরিদ্র মানুষ আর একজন প্রবল ক্ষমতাশালী ব্যক্তি, এদের সবার জীবনের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘটনাগুলো মিলিয়ে ছোট্ট একটি বই। অতি সাধারন কিন্তু এতটাই বাস্তবধর্মী যে মনে দাগ কেটে যায়। জীবনের অপূর্ণতা মিষ্টি কথায় ঢাকা যায় কিন্তু তাকে অগ্রাহ্য করা যায়না, অপূর্ণতাই জীবনের সবথেকে বড় বাস্তব। মেনে নিয়ে এগিয়ে চলতে হয় আমাদের জীবনে। সে অপূর্ণতার কষ্টে কখনো গরিব মজুর ভুলেই যায় তার আসল নাম কি ছিল, নিখোঁজ স্বামীর বউ না খেতে পেয়েও জমানো টাকা থেকে বাড়ি সারায় নিজের সম্মান রক্ষা করতে, বড়বাড়ির সবার আদরের মেয়ে তার গৃহশিক্ষককে ছোঁয়ার আশা কোনোদিন পূরণ করতে পারেন, গৃহশিক্ষক ছাত্রীকে ভালোবেসেও কোনোদিন তাকে বলতে পারেনা আর বাড়ির সবার আদরের একমাত্র কন্যা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে ভালোবাসার টানে; সে ভালোবাসাও জীবনের সায়াহ্নে এসে ক্ষমতার মোহে তার বিশ্বাস ভেঙে বাঁচার আসাটুকু কেড়ে নেয়, দরিদ্র বাড়ির মেয়ে প্যাঁচে পড়ে বাবার ঋণশোধে বিয়ে করতে রাজি হয় তার পিতার বয়সী লোককে আর একটা বাচ্চা ছেলে আছে, সে এমনিতে কথা বলেনা শুধু স্টিমার এলে তাতে বাঁকা অক্ষরে লেখে, "আব্বা, তুমি আসো না ক্যান?"।
"পেয়ারা গাছের ডালে মা চড়ুই আর তার ছানাটা খেলছে। মা চড়ুই চেষ্টা করছে ছানাটাকে ধরতে। কিন্তু পারছে না। ছানাটা টুক করে লাফিয়ে সরে যাচ্ছে। আবার কাছে আসছে। আবার সরে যাচ্ছে।" জীবন যেমনি একটি লুকোচুরির খেলা। সারাজীবন পালিয়ে বেড়ানো যায়না তেমনি সারাজীবন জেতাও যায়না। ধরা পড়তে হয় এক না একদিন হারও মানতে হয় এক না একদিন। যত ক্ষমতাশালী ব্যক্তি হোক তারও একদিন নিয়ন্ত্রণের ক্ষমতা হারায় তাকেও হার মানতে হয়। যত দুর্বল হোক, যতই সামান্য হোক, তার কাছেও নিজেকে খুশি করার অসামান্য ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা হলো 'আমাদের স্বপ্ন' সেই স্বপ্ন হয়তো কখনো সত্যি হবেনা, তবুও দেখতে ক্ষতি কি? নাহয় ক্ষনিকের জন্য হলেও সুখ, কখনো কখনো কারুর কারুর স্বপ্ন সত্যিও তো হয়, প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ আস্বাদনের সুযোগও তো কারুর কারুর হয়।
রিভিউটি লিখেছেনঃ Ranit Bera
0 Comments
আপনার মতামত লিখুন।