এই শহরে (২০১৯) : আশফাক নিপুন Ai Shahare 2018 Movie

এই শহরে (২০১৯) : আশফাক নিপুন Ai Shahare 2018 Movie

টেলিফিল্ম: এই শহরে (২০১৯)
পরিচালক: আশফাক নিপুন
IMDb: ৭.৮/১০ (৬)

পৃথিবীতে অনেক প্রকার স্নেহ ভালবাসা দেখা যায়, কিন্তু মাতৃস্নেহ অতিক্রম করে এমন কোনও স্নেহের টান বোধ হয় নেই। এরই প্রতিফলন খুব মর্মস্পর্শী ভাবে দেখিয়েছেন পরিচালক আশফাক নিপুন। 

হসপিটালের এক মহিলা কর্মীর (মেহজাবিন চৌধুরী) পার্ট টাইম কাজ হচ্ছে হসপিটাল থেকে সদ্যোজাত শিশু চুরি করা এবং তার স্বামীর (আফরান নিশো) মারফত সেসব শিশু বিক্রি করে সংসারের অভাব মেটানোর প্রচেষ্টা; নিষ্ঠুর এই দুনিয়ায় স্ট্রাগল করে সার্ভাইভ করার একজেদি বাসনা।  এরকমভাবেই তারা একটি শিশু চুরি করে বিক্রি করতে যায় কিন্তু ডিলটা হঠাৎ স্থগিত হয়ে যায়। এর ফলে শিশুটিকে কিছুদিনের জন্য অনেক ঝুঁকি সত্বেও নিজেদের বাড়িতে রাখতে বাধ্য হয় সেই দম্পতি। কিন্তু নিঃসন্তান ওই দম্পতি ক্রমশই শিশুটির প্রতি নিজেদের অপত্যস্নেহ বর্ষণ করে ফেলে, দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে তার ওপর। সেই উঠলে ওঠা স্নেহপাশ থেকে মুক্ত হয়ে শিশুটিকে বিক্রি করতে কি পারবে তারা? নাকি অদৃষ্টে লিখিত আছে আরও বড় কোনো নিষ্ঠুর পরিহাস? জানতে হলে টেলিফিল্ম বা নাটকটি দেখে ফেলুন। 

অভিনয়ে বাস্তবতার পরিচয় দেওয়া বাংলাদেশী সিনেমার কয়েকটি ঘরানার অন্যতম বৈশিষ্ট্য, এখানেও তার ব্যতিক্রম হয়নি ।কোথাও মেলোড্রামা না দেখিয়েও দরদী অভিনয় করেছেন মূল দুটি চরিত্র এবং একদম শেষ অব্দি মনে দাগ কেটে গেছেন দুজনেই ।কাকে ছেড়ে কাকে বলি?

সিনেমাটোগ্রাফি সিনেমার মুড অনুযায়ী যথাযথ, ডাবিং কোথাও কোথাও একটু অসংলগ্ন মনে হলো। তবে আবহ খুব ভালো। আশফাক নিপুণের লেখা কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা প্রশংসার দাবী রাখে।

রিভিউটি লিখেছেনঃ চকলেট বয়

Post a Comment

0 Comments