আদিম আতঙ্ক - অদ্রীশ বর্ধন Adim Atanka by Adrish Bardhan

আদিম আতঙ্ক - অদ্রীশ বর্ধন Adim Atanka by Adrish Bardhan

বই - আদিম আতঙ্ক 
লেখক - অদ্রীশ বর্ধন 
প্রকাশক - কল্পবিশ্ব 

যেখানে  আদিম আতঙ্ক লেখার কুড়ি বছর পেড়িয়ে গেছে, আর মূল উপন্যাস ডিন কুনটজ এর "ফ্যান্টমস" এর ২৯ বছর। আধুনিক গতিময় জীবনে যেখানে হরর আর থ্রিলার এর সংজ্ঞা বদলাচ্ছে। এত এক্সপেরিমেন্ট হচ্ছে, সেখানে নতুন করে আর এই উপন্যাসের কিছু দেবার নেই। তবে সময়ের থেকে লেখাটি অনেক এগিয়ে। অদ্রীশ বর্ধনের কলমের জোরেই গল্পটি পড়তে ইচ্ছে করে। এটি আসলে সংক্ষিপ্ত ভারতীয়করণ করা উপন্যাস,  পড়লে মনে হয়না বিদেশের ছায়ামাত্র আছে। তবে আদিম আতঙ্ক কে জানতে চাইলে, অবশ্যিই পড়া যেতে পাড়ে। 
রেটিং - ⭐⭐⭐/5

Post a Comment

0 Comments