উইকি - গৌতম ভট্টাচার্য Wiki by Goutom Vottacharjo

উইকি - গৌতম ভট্টাচার্য Wiki by Goutom Vottacharjo

উইকি 
গৌতম ভট্টাচার্য 

খেলা এবং বিনোদন বিষয়ক নন ফিকশনে বর্তমানে গৌতম ভট্টাচার্য প্রায় অপ্রতিদ্বন্দ্বী ব্যাটিং। 'উইকি'- একটি ক্রিকেট কেন্দ্রিক উপন্যাস। না, একটি ক্রিকেট-সিরিয়াস ছেলের জীবনের উত্থানের গল্প। যে গল্পে আসে প্রেম, বিচ্ছেদ, সাবোটাজ, আভ্যন্তরীণ রাজনীতি। পড়তে পড়তে এত বেশী বাস্তব মনে হয় যে সন্দেহ জাগে কারো জীবনীই কি না। অবশেষে আমাদের নায়ক যখন 'বিজয়ী' হয়, আমরা চোখ রাখি জীবনের কতটা অংশ তাকে হারাতে হল এই জয়ের মূল্যে। অথচ যোদ্ধাদের কাঁদতে নেই। পেশাদার হয়ে ওঠার, বড় হয়ে ওঠার, পরিণত হয়ে ওঠার একটি বাস্তবসম্মত উপন্যাস। খেলার জগতের সাথে নিবিড় যোগাযোগ ছাড়া এ জাতের লেখা সম্ভব নয়। 

তবে আপনি যদি অতি উচ্চমানের সাহিত্যগুণ আশা করেন, ভুল করবেন। মনে করুন এ এক সাংবাদিকের মরমী অথচ নির্মোহ দৃষ্টিতে একজন ক্রিকেটারের জীবনসংগ্রামের কাহিনী। যা আপনাকে বিষণ্ণ করবেই।

রিভিউটি লিখেছেনঃ SR GTK

review
উইকি
লেখক- গৌতম ভট্টাচার্য
- স্ট্রাগলটা আশীর্বাদ। কারণ সেটাই লিফট করে উপরে তোলে। ময়ূখের মনের মধ্যে এই দুলাইন ভেসে উঠছিল। গৌতম বাবুর এই উপন্যাসের উপরের লাইন দুটি তার সৃষ্ট ময়ূখ চরিত্রটির পাশাপাশি প্রতিটি সাধারণ
মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য।
উইকি একটি ক্রিকেট কেন্দ্রিক উপন্যাস। ময়ুখ একজন উইকেট কিপার ব্যাটসম্যান, ওর স্বপ্ন ইন্ডিয়া টিমে এন্ট্রি নেওয়া যেখানে বর্তমানে একটা বড় অংশের ভাবনায় শুধুই আই পি এল। এই উপন্যাস ময়ূখের উত্থানের কাহিনী, ময়দানের নোংরা রাজনীতি, ষড়যন্ত্র উপেক্ষা করে বিজয়ী হয়ে উঠার গল্প। সেই বিজয় গাথা জানতেই ময়ূখের সঙ্গী হয়ে মাঠে নেমে পড়ুন, কখনো উইকেটের পেছনে, কখনো ২২ গজের
মধ্যে।
আরেকটি বিষয়ের উল্লেখ না করলেই নয়, বাঙালী ক্রীড়াপ্রেমী মানুষের পরিচিত ময়দানের বেশ কিছু বাস্তব চরিত্রকে লেখক এই উপন্যাসে হাজির করেছেন, যা পাঠককে ময়দানে নিয়ে উপস্হিত করে। সেই সঙ্গে কিছু জিনিয়াসের কাহিনী আলাদামাত্রা যোগ করেছে। গৌতম ভট্টাচার্যের এই উপন্যাস একটা লড়াই, যন্ত্রনাকে উপেক্ষা করে হতোদ্যম হয়ে যাওয়া এক মানুষের জীবন যুদ্ধে ভেসে উঠবার কাহিনী। জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা প্রতিটি মানুষকেই উদ্বুদ্ধ করবে।

রিভিউটি লিখেছেনঃ Apratim 

Post a Comment

0 Comments