ভেন্ট্রিলোকুইস্ট
মাশুদুল হক
এক বিয়েবাড়িতে গিয়ে দুই বন্ধু, কাহিনির লেখক ও সাংবাদিক রুমি, তাদের বন্ধু হাসানের কাছে জানতে পারে যে তাদের এক সহপাঠী শওকত, যে একসময় বাকশক্তি প্রায় হারিয়ে ফেলেছিল, আজ ভেন্ট্রিলোকুইস্ট। কৌতূহলী হয়ে তারা তার সঙ্গে দেখা করে। কিন্তু শওকতের কথাবার্তার মধ্যে এমন কিছু অস্বাভাবিক জিনিস ছিল, যা দুই বন্ধুকে ভাবিয়ে তোলে।
অতঃপর শুরু হয় তাদের তদন্ত, যা একে-একে মনস্তত্ত্ব, প্রেতচর্চা, আধুনিক স্থাপত্যের খুঁটিনাটি, বাহাই ধর্মের ইতিহাস, গণিতবিদ্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত এবং লুকিয়ে ফেলা কিছু অধ্যায় হয়ে, সাসপেন্স এবং অ্যাকশনের অসামান্য মিশেল দিয়ে, শেষে কাহিনির চরিত্রদের ব্যক্তিগত জীবনের কয়েকটা গোপন অধ্যায়ে মিশে গিয়ে শেষ হয়।
ভালো লাগলো বইটা পড়ে, সবচেয়ে যেটা ভালো লেগেছে তা হল লাস্ট পর্যন্ত সাস্পেন্স ধরে রেখেছে। বইয়ে প্রচুর তথ্য আছে, বই পড়লে বোঝা যায় যে লেখক অনেক পড়াশুনা করেছেন।
রিভিউটি লিখেছেনঃ Subham Basak
0 Comments
আপনার মতামত লিখুন।