উড়ো খই
বিমল কর
একজন লেখকের যে নিজস্ব লেখার ভুবন, নিজস্ব আঙ্গিক, তা আসলে লেখকের জীবনের, তার বেড়ে ওঠার, পরিপার্শ্ব এর অভিঘাতের ফসল।
সাহিত্যিক বিমল কর এক নিজস্ব আসন ধরে রেখেছেন বাংলার সাহিত্যজগতে। তাঁরই জীবনের খানিকটা আত্মজীবনীমূলক খানিকটা স্মৃতিচারণার দলিল দুখন্ডের এই বইটি।
লেখা লেখি তে আসার পিছনের যে সলতে পাকানোর সময় তা যেমন বিধৃত হয়েছে এই বই তে, তেমনি অনায়াস সাবলীল লেখার গুনে হয়ে উঠেছে সমকালীন সময় ও সমাজ এর এক অসাধারণ রিপোর্টাজ। স্বাদু লেখা, সহজতায় আদ্যন্ত মোড়া।
ভালো লাগার বই।
পড়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সমকালীন অন্য সাহিত্যিকদের বিষয়ে জানাটা উপরি পাওনা।
রিভিউটি লিখেছেনঃ Tatx87
0 Comments
আপনার মতামত লিখুন।