তুলসী : মতি নন্দী Tulsi by Moti Nandi

তুলসী : মতি নন্দী Tulsi by Moti Nandi

গল্প: তুলসী
লেখক: মতি নন্দী
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেটে লিমিটেড।

সাহিত্যিক মতি নন্দীর আরেক অনবদ্য সৃষ্টি তুলসী উপন্যাসটি.. এটির প্রথম প্রকাশ শারদীয়া আনন্দমেলাতে..

এই গল্প মূলত নামচরিত্রের সাথে আরো এক মুখ্য চরিত্র নিয়ে। তুলসী এক অতি সাধারণ ঘরের মেয়ে যার একমাত্র লক্ষ্য একটা চাকরী, সংসারের চালিকাশক্তি হওয়া। এবং রয়েছেন চাকরি জীবনের সায়াহ্নে উপস্থিত বলরাম গড়গড়ি। 
এদের দৈনন্দিন জীবনের চালচিত্রের সাথে সাথেই কিভাবে আসে তাদের জীবনের কিছু পট পরিবর্তনের বিষয়, তারই এক অনবদ্য বিবরণ মেলে এই উপন্যাসে।
চাকরীর জন্য হয়রান তুলসী একসময় সন্ধান পায় এক অ্যাথলেটিক ইভেন্ট ট্রায়াথলনের, যেখানে থাকে তিনটি ইভেন্ট একত্রিত করে (সাঁতার, সাইকেল ও দৌড়) সেখানে কেবলমাত্র প্রথম হতে পারলেই মিলবে চাকরী।
অপরদিকে বলরামের চাওয়া কিছু ভিন্ন, তিনি চান এই বয়সে এসেও বয়স যে কেবলমাত্র এক সংখ্যা, তা প্রমাণ করতে।
নানা ঘটনার সূত্রে স্থাপন হতে থাকে এই দুজনের যোগসূত্র এবং বলরাম নিজের কন্যাসম স্নেহে নীরবে কখনো নিভৃতে সাহায্য করে চলেন তুলসীকে নিঃস্বার্থ ভাবে।

এই উপন্যাসটি যতোটা ক্রীড়াভিত্তিক, ঠিক ততোটাই এখানে আর্থ সামাজিক দিকটিও খুব সুন্দর ভাবে। একটি অতি সাধারণ ঘরের মেয়ের লড়াই, তার জীবনের উত্তরণের পথের গল্প,, পাশাপাশি এক প্রৌঢ়ের সংকল্প ও ত্যাগ, সবমিলিয়ে একটি প্যাকেজ বলা চলতেই পারে উপন্যাসটিকে..

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments