তৃষ্ণা
সায়ন্তনী পূততুন্ড
এটা হরর থ্রিলার গোত্রের উপন্যাস। হান্টেড নামের এক জনপ্রিয় ঘোস্ট হান্টিং ইউটিউব চ্যানেলের তিন সদস্য আসে কুসুমপুর রাজবাড়িতে, যার ভৌতিক বদনাম রয়েছে।
অতীতে কুসুমপুরের নিষ্ঠুর রাজা প্রতাপবর্মা বহু নিষ্পাপ মানুষকে হত্যা করেছেন এখানে, সেই থেকেই রাজবংশের সাথে জড়িয়ে গেছে এক ভয়ংকর অভিশাপ।
হান্টেড চ্যানেলের তিন বন্ধুর জন্য এই রাজবাড়িতে রাত কাটানো হতে পারে তাদের চ্যানেলের সেরা ভিডিও বা তাদের শেষ ভিডিও!
এটা তিনটে উপন্যাসের মধ্যে সবথেকে ভালো লেগেছে। লেখিকার এর আগে অনেক বই পড়েছি, কোনোবারেই হতাশ হয়নি।
এটাও তাই। উপন্যাসের প্লট দারুন, সাজিয়েছেন সুন্দরভাবে। একদম শেষ অবধি থ্রিলটা ধরে রেখেছেন।
(এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যেতে পারে) আর সব থেকে তাৎপর্যপূর্ণ উপন্যাসের নামটা!
রেটিং : 4.2/5
রিভিউটি লিখেছেনঃ Arc ;)
0 Comments
আপনার মতামত লিখুন।