তমিস্রা : জাবেদ রাসিন Tomisra by Javed Rasin

তমিস্রা : জাবেদ রাসিন Tomisra by Javed Rasin

নাম : তমিস্রা
লেখক : জাবেদ রাসিন
বিষয়   : হরর থ্রিলার
প্রকাশ  : ফেব্রুয়ারী, ২০১৬


সারসংক্ষেপ
বাজার থেকে ফেরার সময় নির্মমভাবে খুন হয় বাবা-মা হীন যুবক রবি। গ্রামের সবার বিষ্ময়ের রেশ কাটার আগেই খুন হয় রবিরই বন্ধু মোখলেস। এবার সবাই নড়েচড়ে বসলেও পুলিস টাকা খেয়ে ব্যাপারটা ধামাচাপা দেয়। কিন্তু লাশ মর্গে নিলে সার্জন মারুফ খেয়াল করে উভয় লাশের শরীরেই আছে একটি অদ্ভুত চিহ্ন। তখন তার গোয়েন্দা বন্ধু সোহেলের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনার মাধ্যমে জানতে পারে যে চিহ্নটা হলো "বাফোমেটে"র যা একধরণের ছাগলরূপী শয়তান দেবতা। তাই সোহেল যায় ঘটনার তদন্ত করতে।

এদিকে গ্রামের চেয়ারম্যানের মেয়ে হঠাৎ করেই অদ্ভুত আচরণ করতে থাকলে খবর দেয়া হয় একজন ডাক্তারকে যিনি আবার জিন তাড়ানোর উজাও।

এমন সময় গ্রামে আরো একজনের নির্মম মৃত্যু হয় যে এবং আগে খুন হওয়া দুজন পরস্পরকে চিনতো। 

ওইদিনই গ্রামের কয়েকদিন আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া এক লোক ফিরে আসে যে কিনা এসেছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। যেই উদ্দেশ্যটি এর আগেরবার করতে গিয়েও সফল হয়নি। তাই এবার সে মরিয়া যে করেই হোক তার সফল হতে হবে। মজার ব্যাপার হলো খুন হওয়া তিন লোক তার এই কাজে গতবার তাকে সাহায্য করেছিলো।

তবে কি এই কাজের জন্যই তাদের মৃত্যু হলো.....
এখন কি তার পালা?..... কিন্তু তাতো হতে দেওয়া যাবে না।

বাকিটা জানার জন্য পাঠককে বইটা পড়তে হবে। তবে এটুকু বলতে পারি তমিস্রার ভয়াল ভুবনে আপনাকে স্বাগতম.........🙂

রেটিং 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 (৮.৫)

রিভিউটি লিখেছেনঃ Fardin Rafi

Post a Comment

0 Comments