রোববারের বাজার
রজতেন্দ্র মুখোপাধ্যায়
প্রকাশনী - দে'জ
প্রচ্ছদ ও অলংকরণ : দেবাশীষ দেব
সুস্বাদু রান্না সবাই করতে পারেন। আর সেই রান্নার উপকরণ এবং বাজার প্রণালী নিয়ে লেখা বেশ কঠিন কাজ। লেখকের অসামান্য রসবোধ আর লেখনীকুশলতার গুণে এই বই সুস্বাদু রান্নার মতই মন কেড়ে নেয়। আচ্ছা, হিমসাগর আমের যে পুরুষ এবং মহিলা শ্রেণীবিভাগ হয়, আপনারা জানতেন? আমার তো জানা ছিল না। বইটি পড়তে গিয়ে ঠোঁটের ভাঁজে, চোখের কোণে হাসি লেগে থাকে। ঠিক তেমনই এক অদ্ভুত মনকেমন ও ছুঁয়ে থাকে হারিয়ে যাওয়া কতশত পদ আর বাজারের কথা ভেবে। দিদার হাতের গঙ্গাজলির স্বাদ মনে পড়ে যায়। রোববারের মত তারিয়ে তারিয়ে উপভোগ করার মতোই এই বই। উপরি পাওনা দেবাশীষ দেবের ছবি। সব মিলিয়ে সাধারণের মধ্যে অসাধারণ।
বাজার, রান্না, সুখস্মৃতি — এদের একসঙ্গে, একজায়গায় জড়াে করেই এই বই, এই রােববারের বাজার।
পড়ে দেখতেই পারেন।
রিভিউটি লিখেছেনঃ Saheli
0 Comments
আপনার মতামত লিখুন।