রঙ্কিণী - অঙ্কুর বর Rankini by Ankur Bar

রঙ্কিণী - অঙ্কুর বর Rankini by Ankur Bar

রঙ্কিনী 
অঙ্কুর বর 

বইমেলার বিভার স্টল থেকে কিনেছিলাম বইটি। অঙ্কুর বরের লেখা আগে পড়েছিলাম, ভালো ও লেগেছিল তাই বইমেলায় বইটি দেখা মাত্র ঠিক করে হ কিনে পড়ব। বইটি একটি উপন্যাস হলেও পাঁচটি অধ্যায়ে বিভক্ত। আজকের দিনে বাজারে তন্ত্র নির্ভর গল্পের ছড়াছড়ি ফলে গল্পের গুনমান একেবারে তলানিতে কিন্তু  রঙ্কিণী পড়ে আমার তেমন কিছু মনে হয়নি। লেখক সাবলীল ভাষায় লিখেছেন আর আমার মনে হয় পাঠকেরা সেটা উপভোগ করবেন। এবার যদি এই উপন্যাসের কথা বলি তাহললে বলব উপন্যাসটি পড়ে আমার একটা কথা বার বার মনে হয়েছে যে একই ঘটনার বার বার পুনরাবৃত্তি ঘটছে। খারাপের উপাসকরা বার বার ফিরে এসে সেই একই কাজে নিযুক্ত হচ্ছে। এছাড়াও তন্ত্র প্রয়োগ এর যে ডিটেল (Details) সেটা অতটা গভীর নয়। এছাড়া আমার কাছে অন্য কিছু কম মনে হয়নি। যারা বইটি কিনবেন তাদের কাছে যথেষ্ট উপভোগ্য হবে বলেই মনে করি।

রিভিউটি লিখেছেনঃ U H

Post a Comment

0 Comments