রাক্ষসায়ন
স্বপ্নময় চক্রবর্তী
স্বপ্নময় চক্রবর্তী এই সময়ের একজন অগ্রণী সাহিত্যিক। তারই ২২টি ছোট গল্পের সংকলন এই বইটি। ৮০/৯০ দশকের বিভিন্ন সময়ে এই গল্পগুলি উনি লিখেছিলেন।
গল্পগুলি কল্পবিজ্ঞান, নাকি রূপকথা না পরাবাস্তব কি ভাবে বর্ণনা করবো জানি না। আমাদের জীবনে ক্রমাগত যন্ত্র প্রযুক্তি নির্ভরতা উঠে এসেছে এই গল্পগুলিতে বারংবার। শুধু মানুষের সাথে মানুষের সম্পর্ক, তার জটিলতা নয়, মানুষের সাথে যন্ত্রের সম্পর্কও এই গল্পগুলির উপজীব্য।
২২ টি গল্পের সবকটা এখনো পড়ে উঠতে পারিনি। কিন্তু বইটি সম্মন্ধে আলোচনা খুবই কম দেখে ভাবলাম সকলকে জানানো উচিত। যারা ছোটগল্প পড়তে ভালোবাসেন, একবার অবশ্যই পড়ে দেখবেন।
রিভিউটি লিখেছেনঃ Arkadeb Kar
0 Comments
আপনার মতামত লিখুন।